কৃষ্ণা নদীর উপর সেতু নির্মাণের সময়ই আজব ধাতব শব্দ; খোঁড়াখুঁড়ি করতেই চক্ষু চড়কগাছ খননকারীদের

Last Updated:

সেই আওয়াজ অনুসরণ করে খুঁড়তে খুঁড়তেই নদীবক্ষ থেকে ভগবান বিষ্ণুর প্রাচীন বিগ্রহ এবং শিবলিঙ্গের হদিশ পাওয়া যায়।

কৃষ্ণা নদীর উপর সেতু নির্মাণের সময়ই আজব ধাতব শব্দ; খোঁড়াখুঁড়ি করতেই চক্ষু চড়কগাছ খননকারীদের
কৃষ্ণা নদীর উপর সেতু নির্মাণের সময়ই আজব ধাতব শব্দ; খোঁড়াখুঁড়ি করতেই চক্ষু চড়কগাছ খননকারীদের
বেঙ্গালুরু: দক্ষিণী রাজ্য কর্ণাটকের কৃষ্ণা নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছিল। আচমকাই এক দুর্লভ সামগ্রীর দর্শনে রীতিমতো হাঁ হয়ে গিয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শ্রমিক – সকলেই। খনন কার্যে নদীবক্ষ থেকেই উদ্ধার হল ভগবান বিষ্ণুর একটি প্রাচীন বিগ্রহ। এখানেই শেষ নয়, ভগবান বিষ্ণুর বিগ্রহের পাশাপাশি পাওয়া গিয়েছে একটি শিবলিঙ্গও।
কর্ণাটকের রায়চূড় জেলার একটি গ্রামে কৃষ্ণা নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই ভিতর থেকে ঠক ঠক আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ অনুসরণ করে খুঁড়তে খুঁড়তেই নদীবক্ষ থেকে ভগবান বিষ্ণুর প্রাচীন বিগ্রহ এবং শিবলিঙ্গের হদিশ পাওয়া যায়।
advertisement
advertisement
কৃষ্ণা নদী থেকে উদ্ধার হওয়া ভগবান বিষ্ণুর বিগ্রহটি পরীক্ষা করে জানা গিয়েছে, সেটি ১২ শতকের পুরনো। সেই বিগ্রহটির চারপাশে দশাবতার খোদাই করা রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের মতে, এই বিগ্রহটি শুধু প্রাচীনই নয়। সেটির এক বিশেষত্বও রয়েছে। কারণ অযোধ্যায় স্থাপন করা রামলালার মূর্তির সঙ্গে ভগবান বিষ্ণুর এই বিগ্রহটির সাদৃশ্য রয়েছে। আর নদীর যে অংশ থেকে প্রাচীন এবং বিশেষ ওই বিগ্রহ পাওয়া গিয়েছে, সেখান থেকে ভগবান শিবের শিবলিঙ্গও উদ্ধার হয়েছে।
advertisement
যাঁরা সেতু নির্মাণের কাজ করছিলেন, তাঁদের প্রথম চোখে পড়ে ভগবান বিষ্ণুর মূর্তিটি। খননকার্যের সময় একটা অদ্ভুত শব্দ শোনা যায়। যার জেরে বিস্মিত হন দিনমজুররা। ভগবান বিষ্ণুর মূর্তি এবং শিবলিঙ্গ উদ্ধার হওয়ার পরে সেগুলিকে নিরাপদে বার করে আনা হয়। খবর যায় স্থানীয় প্রশাসনের কাছে। এরপরেই সেগুলি নিজেদের দখলে নেয় স্থানীয় প্রশাসন। বর্তমানে এই ভাস্কর্য দু’টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-এর তত্ত্বাবধানে রয়েছে।
advertisement
কিন্তু কীভাবে মূর্তিটি নদীবক্ষে গিয়ে পড়ল? রায়চূড় বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস এবং প্রত্নতত্ত্ববিদ্যার লেকচারার ড. পদ্মজা দেশাই বলেন, এক সময় কোনও এক মন্দিরের গর্ভগৃহে শোভা পেত ওই বিগ্রহ। কিন্তু কোনও কারণে মন্দির ক্ষতির মুখে পড়ার কারণে তা নদীতে গিয়ে পড়েছিল। প্রত্নতত্ত্ববিদদের বিশ্বাস, ওই বিগ্রহটি একাদশ অথবা দ্বাদশ শতকের পুরনো। এখন তা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-র তত্ত্বাবধানে রয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কৃষ্ণা নদীর উপর সেতু নির্মাণের সময়ই আজব ধাতব শব্দ; খোঁড়াখুঁড়ি করতেই চক্ষু চড়কগাছ খননকারীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement