Viral Video: অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে চুপিচুপি বেরোলেন এক মহিলা ! ভিডিও ভাইরাল হতেই চাকরি গেল ড্রাইভারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Amazon delivery person Viral Video: ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা অ্যামাজনের একটি ডেলিভারি গাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ৷
ফ্লোরিডা: ই-কমার্স সংস্থা অ্যামাজনের ডেলিভারি গাড়ি (Amazon Delivery Van) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সর্বত্রই দেখা যায় ৷ জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যই এই গাড়ি ব্যবহার করা হয় ৷ তবে সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অনেক প্রশ্নই উঠেছে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা অ্যামাজনের একটি ডেলিভারি গাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন (Amazon deliveryman in Florida fired after video of woman emerging from his van goes viral)!
মাত্র ১১ সেকেন্ডের ভিডিও ৷ যা আদতে পোস্ট হয়েছিল টিকটকে ৷ কিন্তু তারপরেই সেটা ভাইরাল হয়ে যায় সর্বত্র ৷ ১১.৩ মিলিয়নেরও বেশি বার মানুষ দেখেছেন ভিডিওটিকে ৷ বিষয়টি দেখে নড়েচড়ে বসে অ্যামাজন কর্তৃপক্ষও ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওই ড্রাইভারকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
Amazon delivery drivers are different! 😅😂 (via @patrickhook01/TT) pic.twitter.com/sS0kzEw0Ij
— i SEENT it (@iseentit_online) October 25, 2021
ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডায় অ্যামাজনের একটি ভ্যান গাড়ি থেকে রাস্তার মাঝখানেই গাড়ি থামিয়ে একজন মহিলা ভ্যান থেকে নেমে যান ৷ তিনি কালো পোশাক পরেছিলেন ৷ ভ্যান চালককেও দেখা যায়, মহিলাকে চুপচাপ নেমে যেতে সাহায্য করতে ৷ এখন প্রশ্ন উঠছে মহিলা ওই গাড়ির মধ্যে কী করছিলেন ? একটি মালবাহী ভ্যানে এ ভাবে কোনও অন্য মহিলা বা পুরুষ কাউকে নিয়ে যাওয়াটা কি আদৌ ঠিক কাজ ?
advertisement
অ্যামাজনর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ভাবে কোনও ‘আনথরাইজড’ কাউকেই ডেলিভারি গাড়ির মধ্যে ঢোকার অনুমতি দেয় না সংস্থা ৷ ওই ভ্যানের ড্রাইভার এই কাজ করে ঠিক করেননি ৷ তাই তাকে ডিউটি থেকে সরানো হল ৷
Location :
First Published :
November 02, 2021 8:21 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে চুপিচুপি বেরোলেন এক মহিলা ! ভিডিও ভাইরাল হতেই চাকরি গেল ড্রাইভারের