Viral Video: রাস্তার মধ্যে এ কী করছে বুনো বাঁদর ও কুকুর? ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল, দেখলে চমকে যাবেন!

Last Updated:

Viral Video: বিগত কয়েকদিন ধরে, সিরোহি জেলার রেলওয়ে কলোনির আবু রোডে স্থানীয় মানুষের মধ্যে একটি কুকুর এবং একটি বুনো ধূসর বাঁদরের মধ্যে বন্ধুত্ব আলোচনার বিষয় হয়ে উঠেছে।

রাস্তার মধ্যে এ কী করছে বুনো বাঁদর ও কুকুর?
রাস্তার মধ্যে এ কী করছে বুনো বাঁদর ও কুকুর?
সোশ্যাল মিডিয়ায় বিদেশি এক চিড়িয়াখানার ভিডিও আকছার দেখা যায়। তাতে চোখে পড়ে এক বাঘ আর এক ভাল্লুকের বন্ধু। দুজনেই একসঙ্গে বড় হয়েছে, তাই তারা প্রাণের বন্ধু। বাঘের কান চেটে দেওয়া ভাল্লুকের ছোট থেকে অভ্যায়, ব্যাপারটায় অভ্যস্ত দুজনেই। কিন্তু বাঁদর আর কুকুরের বন্ধুত্বের কথা চট করে শোনা যায় না। বরং, বাঁদর দেখলে কুকুর তেড়ে যায়, এটা দেখতেই আমরা অভ্যস্ত।
আসলে বন্যপ্রাণীদের নিজেদের মধ্যে মারামারি করা সাধারণ ব্যাপার। কিছু প্রাণী একে অপরের প্রাকৃতিক শত্রু হিসাবে বিবেচিত হয়। সাপ-বেজি, ইঁদুর-বিড়াল বা কুকুর-বানরের মতো প্রাণী একে অপরের শত্রু হিসাবে বিবেচিত হয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বাঁদর ও কুকুরের লড়াইয়ের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, কিন্তু, আজ আমরা বাঁদর এবং কুকুরের বন্ধুত্বের অনন্য গল্প বলতে যাচ্ছি। বিগত কয়েকদিন ধরে, সিরোহি জেলার রেলওয়ে কলোনির আবু রোডে স্থানীয় মানুষের মধ্যে একটি কুকুর এবং একটি বুনো ধূসর বাঁদরের মধ্যে বন্ধুত্ব আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজস্থানের এই জেলায় দেখা গিয়েছে বাঁদর এবং কুকুরের আশ্চর্যজনক বন্ধুত্ব। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
advertisement
advertisement
যাঁরা প্রতিদিন সকালে এখানে বেড়াতে আসেন, তাঁরা এই বাঁদর এবং একটি কুকুরকে একে অপরের সঙ্গে খেলতে দেখেন। বাঁদর এবং কুকুরের মধ্যে এই বন্ধুত্ব দেখে সকলেই হতবাক। প্রতিদিন সকালে হাঁটার জন্য এখানে আসা জিতেন্দ্র পারিহার লোকাল 18-কে জানিয়েছেন যে, প্রতিদিন সকালে তিনি রেলওয়ে মাঠের কাছে একটি কুকুর এবং একটি বাঁদরকে একে অপরের সঙ্গে খেলতে দেখেন। বিগত কয়েকদিন ধরে মানুষ এই দৃশ্য দেখছেন। স্থানীয় লোকজনও কুকুর ও বাঁদরের এই বন্ধুত্ব খুবই পছন্দ করছেন। শিশুরাও এই দুজনের খেলা দেখে খুবই আনন্দ পায়।
advertisement
স্বভাবতই শত্রু, কিন্তু একে অপরের বন্ধু –
কুকুরের স্বভাব বিড়াল বা বাঁদরের মতো অন্য প্রাণীর প্রতি আক্রমণাত্মক। তাদের এলাকায় বাইরের যে কোনও প্রাণীকে কুকুর আক্রমণ করলেও এখানে কুকুরকে প্রতিদিন এই বাঁদরের সঙ্গে খেলতে দেখা যায়। কলোনিতে প্রচুর পরিমাণে বিশাল গাছ থাকার কারণে বাঁদররাও এই জায়গাটিকে পছন্দ করে এবং স্থানীয় বাসিন্দারাও তাদের কোনও ক্ষতি করে না। এখানকার বাঁদর মানুষকেও আক্রমণ করে না।
advertisement
পশু-পাখিরা সবুজে আকৃষ্ট হয় –
কলোনির স্থানীয় বাসিন্দারা লোকাল 18-কে জানিয়েছেন যে, মানুষের পাশাপাশি এই জায়গাটি পশুদেরও আবাসস্থল। শহুরে এলাকা হওয়া সত্ত্বেও এই কলোনির চারপাশে রয়েছে সবুজের সমারোহ। ব্রিটিশ আমলে স্থাপিত এই কলোনিতে অনেক পুরনো গাছ রয়েছে। এই কারণে সন্ধ্যায় গাছে প্রচুর পরিমাণে তোতাপাখিও দেখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাস্তার মধ্যে এ কী করছে বুনো বাঁদর ও কুকুর? ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল, দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement