Alia Bhatt-Soni Razdan: অবিশ্বাস্য! 'গাঙ্গুবাই'য়ে আলিয়া আর 'মান্ডি'তে সোনি রাজদান- হুবহু একে অপরের 'ফটোকপি'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Alia Bhatt-Soni Razdan: মান্ডিতে সোনি একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যা আলিয়া ভাট তাঁর সর্বশেষ 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তেও চিত্রিত করেছিলেন।
সোনি রাজদান অভিনীত শ্যাম বেনেগালের ছবি 'মান্ডি' থেকে সম্প্রতি একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে মেয়ে আলিয়া ভাটের সঙ্গে হুবহু মিল রয়েছে সোনির। মান্ডিতে সোনি একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যা আলিয়া ভাট তাঁর সর্বশেষ 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তেও চিত্রিত করেছিলেন। পুরনো ছবির যে ক্লিপ ভাইরাল হয়েছে দেখা যায় সেখানে তাঁদের সংলাপ বলা, সাজ, পোশাক, অভিনয়- সবটাই যেন এক।৭০-এর দশকের শেষের দিকে সোনি_রাজদান মান্ডিতে যৌনকর্মী হিসাবে অভিনয় করেছিলেন৷ দুজনেই সেরা অভিনেত্রী। তখনকার সোনিকে এখনকার আলিয়ার মতোই লাগছে। এমনটাই বলছেন অনুরাগীরা৷
advertisement
advertisement
কয়েকদিন আগে, আলিয়া ভাটের এক লুকলাইক ইন্টারনেটে ঝড় তুলেছিলেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আসল আলিয়া এবং ইনস্টাগ্রামে সেলেস্টি বাইরাগে নামের মেয়েটির মধ্যে ফারাক করতে পারেননি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির প্রচারের সময় আলিয়া যেই শাড়ি পরেছিলেন, তার অনুরূপ একটি সাদা শাড়ি পরেছেন এই মেয়েটিও। তবে মা-মেয়ে কীকরে একে অপরের লুকলাইক হলেন, তা দেখে হতবাক অনেকেই৷
advertisement
গাঙ্গুবাইয়ের বাস্তব জীবনের গল্প আবর্তিত হয়েছে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং পতিতালয়ের রাজনীতিকে ঘিরে। একজন যৌনকর্মী হয়েও কীভাবে সমাজকর্মী হয়ে ওঠেন গাঙ্গুবাই, পতিতালয়ের অন্দরের সংস্কৃতি এবং রাজনীতি সবটুকুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে।
গাঙ্গুবাই তার বাবার হিসাবরক্ষক রমনিকের প্রেমে পড়েছিলেন। বলিউডে গিয়ে কাজ করতে চেয়েছিলেন। রমনিককে বিয়ে করে মুম্বইতে চলে আসেন গাঙ্গুবাই। প্রেমিক-স্বামী রমনিক গাঙ্গুবাইকে কামাথিপুরার পতিতালয়ে মাত্র ৫০০ টাকায় বিক্রি করে দেন। এস হুসেন জাইদি নিজের বইতে লিখেছেন, করিম লালার গ্যাংয়ের একজন সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণও করে এবং তিনি করিমের কাছে গিয়ে বিচারের অনুরোধও জানান। করিম লালাকে রাখি পরিয়ে ভাই পাতিয়েছিলেন গাঙ্গুবাই। করিমই গাঙ্গুবাইকে কামাথিপুরা এলাকার দায়িত্ব দেন এবং এর পর থেকেই ধীরে ধীরে ‘মাফিয়া কুইন’ হয়ে ওঠেন গাঙ্গুবাই। সম্মতির বিরুদ্ধে গিয়ে কোনও মেয়েকেই পতিতালয়ে রাখেননি গাঙ্গুবাই এবং যৌনকর্মী এবং অনাথ শিশুদের কল্যাণে আজীবন কাজ করে গিয়েছিলেন গাঙ্গুবাই। ছবিতে সেই চরিত্রকেই ফুটিয়ে তুলেছিলেন আলিয়া৷ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ছবিটি৷
advertisement
Location :
First Published :
May 31, 2022 1:26 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Alia Bhatt-Soni Razdan: অবিশ্বাস্য! 'গাঙ্গুবাই'য়ে আলিয়া আর 'মান্ডি'তে সোনি রাজদান- হুবহু একে অপরের 'ফটোকপি'