উন্নয়নের জোয়ার আগ্রায়, মেট্রোর লাইন পাতার কাজ শুরু হতেই বিপত্তি ! ভয়ে-আতঙ্কে হোটেলে আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা

Last Updated:

Agra Metro: আসলে মেট্রোর জন্য মাটির নীচে সুড়ঙ্গ খোঁড়াখুঁড়ির কাজ চলছে। যার জেরে এলাকার ওই বাড়িগুলির ভিত নড়ে গিয়েছে। এমনকী, বাড়িগুলিতে দেখা দিয়েছে ফাটল।

মেট্রোর লাইন পাতার কাজ শুরু হতেই বিপত্তি; ভয়ে-আতঙ্কে হোটেলে আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা
মেট্রোর লাইন পাতার কাজ শুরু হতেই বিপত্তি; ভয়ে-আতঙ্কে হোটেলে আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা
Report: Harikant Sharma
আগ্রা: আগ্রায় যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল। যা এই শহরের উন্নয়নের মুকুটে একটা আলাদাই পালক যোগ করেছে। এদিকে শহর জুড়ে মেট্রোর কাজ চলছে জোরকদমে। তবে মেট্রো রেলের কাজের জন্য বিপাকে পড়েছেন আগ্রা মোতি কাটরা তার কি গলিতে বসবাসকারী কিছু পরিবার। আসলে মেট্রোর জন্য মাটির নীচে সুড়ঙ্গ খোঁড়াখুঁড়ির কাজ চলছে। যার জেরে এলাকার ওই বাড়িগুলির ভিত নড়ে গিয়েছে। এমনকী, বাড়িগুলিতে দেখা দিয়েছে ফাটল। বাসিন্দাদের প্রবল আশঙ্কা, যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়িগুলি। ফলে তাঁরা হোটেলে আশ্রয় নিয়েছেন। কিন্তু যাঁদের কোনও উপায় নেই, তাঁরা আপাতত আশঙ্কাতেই দিন গুনছেন।
advertisement
advertisement
সারা শহর জুড়ে মেট্রো রেলের লাইন পাতার কাজ করছে উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন (ইউপিএমআরসি)। বর্তমানে ৬টি মেট্রো স্টেশন পুরোপুরি ভাবে তৈরি হয়ে গিয়েছে। শুরু হয়েছে মেট্রো চলাচলও। রুটের বাকি স্টেশনগুলি তৈরির কাজ চলছে এবং মাটির তলার সুড়ঙ্গ নির্মাণও হচ্ছে। মানকামেশ্বর স্টেশন থেকে এসএন মেডিক্যাল কলেজ এবং আগ্রা কলেজের রুট সংযোগ করার জন্য সুড়ঙ্গ তৈরির কাজ চলছে। আগ্রা মোতি কাটরা তার কি গলি এলাকায় মাটির নিচের সুড়ঙ্গ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে ভারি ভারি যন্ত্রপাতি। প্রবল কম্পনের জন্য বেশ কয়েকটি বাড়িতে ফাটল লক্ষ্য করা গিয়েছে। যদিও বাড়িগুলি যাতে ভেঙে না পড়ে, তার জন্য মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা লোহার রড লাগিয়ে দিয়েছিলেন বাড়িগুলিতে। তা সত্ত্বেও ভয় কাটছে না বাড়ির বাসিন্দাদের।
advertisement
ওই গলির বাসিন্দা রেখা যাদব। তিনি বলেন যে, বিগত ৩-৪ দিন ধরে তাঁর পরিবার হোটেলে থাকছে। কারণ তাঁদের বাড়ির পরিস্থিতি খুবই শোচনীয়। তিন-তলা বাড়িটির একাধিক জায়গায় ধরেছে ফাটল। আসলে মেট্রোর কাজের জন্য মাটির তলায় খোঁড়াখুঁড়ির জেরেই এই ফাটল তৈরি হয়েছে। এদিকে রেখাদেবীর বাড়ির সামনেই থাকেন জগদীশ শর্মা। তাঁর বাড়িরও একই হাল। রেখাদেবী এবং জগদীশ শর্মা উদ্বেগ প্রকাশ করে জানান যে, যে কোনও মুহূর্তে ভেঙে পড়বে তাঁদের বাড়িগুলি। আর এমনটা ঘটলে তো রাস্তায় এসে দাঁড়াতে হবে তাঁদেরই।
advertisement
ফলে মেট্রো আধিকারিকদের কাছে রেখা যাদব দাবি জানিয়েছেন যে, তাঁদের বাড়ি ভেঙে পড়লে মেট্রো কর্তৃপক্ষকে তা আবার বানিয়ে দিতে হবে। তবে এই বিষয়ে আশ্বস্ত করেননি মেট্রো আধিকারিকরা। আপাতত তাঁদের বাড়ি যাতে ধূলিসাৎ না হয়, সেদিকে যেন নজর দেয় সরকার। এটাই আর্জি এলাকার বাসিন্দাদের।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
উন্নয়নের জোয়ার আগ্রায়, মেট্রোর লাইন পাতার কাজ শুরু হতেই বিপত্তি ! ভয়ে-আতঙ্কে হোটেলে আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement