বিশেষভাবে সক্ষম ছাত্রের বাসে চড়ার আবেগপ্রবণ ভিডিও ভাইরাল

Last Updated:

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি বিশেষভাবে সক্ষম ছেলে বাসের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে , বাস এসে পৌঁছাতেই সে সামনে এগিয়ে যায় এবং ড্রাইভার ও কন্ডাক্টর তাকে সাদরে স্বাগত জানায়।

প্রতিদিনই কিছু না কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই থাকে। তাদের মধ্যে বেশ কিছু ভিডিও এমন আছে যা মদের আবেগপ্রবণ করে তোলে, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। আমাদের মশধ্যে এমন অনেক মানুষ আছে যারা অল্পতেই ভাঙে পড়েন এবং নিজেকে দুর্বল ভাবে হাল ছেড়ে দেন। কিন্তু পরিস্থিতি যতই কষ্টদায়ক হোক কিংবা নেতিবাচক হোক, মানুষকে হতাশা ত্যাগ করে আশাবাদী হয়ে উঠে দাঁড়ানো উচিত এবং জীবনের যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখা উচিত।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনি একটি উদাহরণকে তুলে ধরা হয়েছে যাকে দেখলে আপনার মনের জোর বেড়ে যাবে এবং আপনি আবার নতুন করে বাঁচে শিখবেন।
ভিডিও ক্লিপটিতে একটি ১৬ বছর বয়সী বিশেষভাবে সক্ষম ছেলের মনের জোরকে সবার সামনে তুলে ধরা হয়েছে যেখানে দেখা হচ্ছে সে তার শারীরিক অক্ষমতাকে পিছনে ফেলে আর পাঁচজনের মতো স্বাভাবিক জীবনযাপন পালন করছে। ভিডিওটিতে দেখা গেছে একটি বিশেষভাবে সক্ষম ছেলে বাসের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে , বাস এসে পৌঁছাতেই সে সামনে এগিয়ে যায় এবং ড্রাইভার ও কন্ডাক্টর তাকে সাদরে স্বাগত জানায়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
advertisement
ইনস্টাগ্রামের @monikajones7 নামক পেজে এই অনুপ্রেরণামূলক ভিডিওটি শেয়ার করা হয় এবং ক্যাপশনে লেখা হয় “যখন হেনরি কিন্ডারগার্টেন শুরু করেন, তখন তার উদ্বিগ্ন মা তার ছেলেকে বাইরে কোন গাড়িতে পাঠাতে রাজি ছিলেন না. তিনি ভাবতেন যে ছেলেটি তাকে মিস করবে এবং অন্যরা তার অক্ষমতা নিয়ে মজা করবে। তারপর একদিন তার মা তাকে বাস দেখে কাঁদতে দেখেছিলেন । তখনই তিনি বুঝতে পারেন যে তার ভয় শুধু তারই ছিল... সে বাসে চড়তে চায়। এখন ১৬ বছর বয়সে, ছেলেটি একাই সদর দরজা খুলে বাইরে বেরোন এবং প্রতিদিন তার বাসের অপেক্ষায় করার জন্য ড্রাইভওয়ে দিয়ে হেঁটে যান। বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর সবসময় হাসিমুখে তাকে বাসে অভ্যর্থনা জানায়”।
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রাম পেজে শেয়ার হওয়ার পর ১.১ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৮০ হাজারেরও বেশি লাইক অর্জন করেছে।
ভিডিওটি দেখে বহু ইউসার নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “চোখে জল এসে যায়, এটা সত্যি সুন্দর".
অন্য একজন ইউসার মন্তব্য করেছেন, “আশ্চর্যজনক, তাকে যাওয়ার স্বাধীনতা দেওয়া মানে তাকে বড় হওয়ার সাহস দেওয়া। ছেলেটির জন্য থাকলো অনেক ভালোবাসা ”।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশেষভাবে সক্ষম ছাত্রের বাসে চড়ার আবেগপ্রবণ ভিডিও ভাইরাল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement