Strange Story: চড়চড় করে বাড়ছে বিদ্যুতের বিল, কারণ জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

তিনি খেয়াল করেছেন, তাঁর বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রী বন্ধ করে রাখলেও মিটার চলতেই থাকে৷

১৮বছর ধরে মেটাচ্ছেন অন্য়ের বিল
১৮বছর ধরে মেটাচ্ছেন অন্য়ের বিল
বিদ্যুতের বিল দিতে গিয়ে এমনিতেই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে, কিন্তু যদি এমন হয় আপনিই অন্যের বিল দিচ্ছেন তাও আবার এক দু’ মাস প্রায় আঠেরোটা বছর৷ এমনই আজব বাস্তবে ঘটল৷
আসলে এক ব্যক্তির বিল কম হওয়ার নাম নিচ্ছিল না৷ বার বার বিভিন্ন জায়গায় বলেও লাভ হয়নি৷ তখনই তিনি তদন্ত করানোর সিদ্ধান্ত নেন৷ আর তারপরই জানা গেল এই আজব খবর৷ প্রায় ২০০৯ সাল থেকে তিনি নিজের সঙ্গে অন্যের বিল মেটাচ্ছেন৷ আর তাতেই প্রতিবছর তাঁকে এই পাহাড় প্রমাণ অর্থ দিতে হচ্ছিল৷
advertisement
advertisement
যদিও ঘটনাটি এই দেশের নয়৷ এটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর ভ্যাকাভিলে৷ ব্যক্তির নাম উইলসন৷ কিন্তু তিনি সে দেশের প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির গ্রাহক ছিলেন৷ কিন্তু তিনি খেয়াল করেন বিগত কয়েকবছর ধরেই তাঁর অস্বাভাবিক বিল আসছিল৷
advertisement
তিনি খেয়াল করেছেন, তাঁর বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রী বন্ধ করে রাখলেও মিটার চলতেই থাকে৷ তখনই উইলসন সংশ্লিষ্ট কোম্পানিকে তদন্ত করার জন্য চিঠি দেন৷ সেখান থেকে এক ব্যক্তি এসে সরেজমিনে এসে তদন্তও করে গিয়েছিলেন৷
সেই কোম্পানিই তাঁকে চিঠি দিয়ে জানান, তিনি ২০০৯ সাল থেকে পাশের ফ্ল্যাটের বিল পরিশোধ করে চলেছেন, আর তাতেই কপালে হাত উইলসনের৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Strange Story: চড়চড় করে বাড়ছে বিদ্যুতের বিল, কারণ জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement