Strange Story: চড়চড় করে বাড়ছে বিদ্যুতের বিল, কারণ জানলে চোখ কপালে উঠবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
তিনি খেয়াল করেছেন, তাঁর বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রী বন্ধ করে রাখলেও মিটার চলতেই থাকে৷
বিদ্যুতের বিল দিতে গিয়ে এমনিতেই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে, কিন্তু যদি এমন হয় আপনিই অন্যের বিল দিচ্ছেন তাও আবার এক দু’ মাস প্রায় আঠেরোটা বছর৷ এমনই আজব বাস্তবে ঘটল৷
আসলে এক ব্যক্তির বিল কম হওয়ার নাম নিচ্ছিল না৷ বার বার বিভিন্ন জায়গায় বলেও লাভ হয়নি৷ তখনই তিনি তদন্ত করানোর সিদ্ধান্ত নেন৷ আর তারপরই জানা গেল এই আজব খবর৷ প্রায় ২০০৯ সাল থেকে তিনি নিজের সঙ্গে অন্যের বিল মেটাচ্ছেন৷ আর তাতেই প্রতিবছর তাঁকে এই পাহাড় প্রমাণ অর্থ দিতে হচ্ছিল৷
advertisement
advertisement
যদিও ঘটনাটি এই দেশের নয়৷ এটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর ভ্যাকাভিলে৷ ব্যক্তির নাম উইলসন৷ কিন্তু তিনি সে দেশের প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির গ্রাহক ছিলেন৷ কিন্তু তিনি খেয়াল করেন বিগত কয়েকবছর ধরেই তাঁর অস্বাভাবিক বিল আসছিল৷
advertisement
তিনি খেয়াল করেছেন, তাঁর বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রী বন্ধ করে রাখলেও মিটার চলতেই থাকে৷ তখনই উইলসন সংশ্লিষ্ট কোম্পানিকে তদন্ত করার জন্য চিঠি দেন৷ সেখান থেকে এক ব্যক্তি এসে সরেজমিনে এসে তদন্তও করে গিয়েছিলেন৷
সেই কোম্পানিই তাঁকে চিঠি দিয়ে জানান, তিনি ২০০৯ সাল থেকে পাশের ফ্ল্যাটের বিল পরিশোধ করে চলেছেন, আর তাতেই কপালে হাত উইলসনের৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 3:21 PM IST

