Love Marriage in Hospital: সিঁদুরদানের সময় ঝরঝর করে কান্না কনের! বিয়ের আগের দিন জটিল রোগ, হাসপাতালে গিয়ে যা করলেন বর... চোখে জল আসবে

Last Updated:

Love Marriage in Hospital: প্রথম দেখাতেই ভাল লাগে একে অপরকে। তারপর আস্তে আস্তে পরিচয় বাড়ে দু'জনের। পরিচয় ধীরে ধীরে গভীর ভালবাসার সম্পর্কে পরিণত হয়। 

+
হাসপাতালের

হাসপাতালের বেডে সিঁদুরদান।

দুর্গাপুর: আড়াই বছরের ভালবাসা পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। ভালবাসা করে হোক অথবা পরিবারের তরফে সম্বন্ধ করে হোক, সাধারণত বাড়িতে অথবা মন্দিরে বিয়ের ছবি দেখা যায়।। তবে একটি বেসরকারি হাসপাতালে বিয়ের আয়োজন! এমনটাও সম্ভব? হ্যাঁ, এমনটাই হয়েছে।
দিল্লির বাসিন্দা অমিত মুখোপাধ্যায়। কর্মসূত্রে দুর্গাপুরে আসেন আনুমানিক প্রায় আড়াই বছর আগে। তখনই তাঁর এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্রর সঙ্গে আলাপ হয়। দুর্গাপুরে সিটি সেন্টারে প্রথম আলাপ। আর প্রথম দেখাতেই ভাল লাগে একে অপরকে। তারপর আস্তে আস্তে পরিচয় বাড়ে দু’জনের। পরিচয় ধীরে ধীরে গভীর ভালবাসার সম্পর্কে পরিণত হয়। এরপরই ভালবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরের। প্রায় আড়াই বছরের এই সম্পর্কে পর, পরিবারের মত নিয়ে গতকাল, ২ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন ঠিক হয়।
advertisement
দুই বাড়ির পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি যখন জোরকদমে চলছে, ঠিক সেই সময় ঘটে বিপত্তি! হঠাৎই বিয়ের একদিন আগে মেয়ের পরিবারের তরফে ছেলের পরিবারকে জানানো হয়, মেয়ে হেপাটাইটিসে আক্রান্ত। গুরুতর অসুস্থ অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু প্রেমের সম্পর্কে এতটাই গভীর যে, এই ব্যাধি তাঁদের বিয়েকে আটকাতে পারেনি। নজির গড়লেন অমিত এবং সুচরিতা।
advertisement
advertisement
অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে ২ মার্চ শনিবারই সন্ধ্যায় শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালের ওয়ার্ডে বিয়ে সেরেছেন অমিত এবং সুচরিতা৷ এই বিয়েতে খুশি পাত্র-পাত্রীর পরিবার এবং আত্মীয়স্বজন।
advertisement
এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই বিয়ে দেখে অনেকেই বলছেন, হয়তো এই ভাবেই আজও জিতে যায় অনেক প্রেম, ভালবাসা।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Love Marriage in Hospital: সিঁদুরদানের সময় ঝরঝর করে কান্না কনের! বিয়ের আগের দিন জটিল রোগ, হাসপাতালে গিয়ে যা করলেন বর... চোখে জল আসবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement