Viral Video: বয়স ৭৩, চ্যালেঞ্জ নিয়ে ৪০ ফুট উঁচু থেকে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার! তার পর? দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সেতুর রেলিংয়ের ফাঁক গলে বেরিয়ে চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দেন তিনি৷ সবাই তখন ভাবছেন কী হয়, কী হয়!
#হরিদ্বার: বয়স ৭৩, তাতে কী? এখনও চ্যালেঞ্জ নিয়ে জীবনকে উপভোগ করতে ভালবাসেন তিনি৷ তাই অবলীলায় চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিতে পারেন৷ তার পর জলের তীব্র স্রোতকে উপেক্ষা করে সহজেই সাঁতরে পাড়েও উঠতে পারেন৷
৭৩ বছর বয়সি হরিয়ানার সোনপতের বাসিন্দা ওমওয়াতি নামে এক বৃদ্ধার এমনই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ অবশ্য তাঁকে বৃদ্ধা বললে হয়তো তাঁর জীবনীশক্তিকেই খাটো করা হবে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হরিদ্বারের হর কি পউরিতে একটি সেতুর রেলিংয়ের ফাঁক গলে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন ওই মহিলা৷ তাঁর এই কসরৎ দেখতে গঙ্গার দু' পাড়ে যথেষ্ট ভিড়ও জমে যায়৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই সময় গঙ্গার জলে যথেষ্ট স্রোত রয়েছে৷
advertisement
अम्मा की छलांग .. 😳😳
हरकी पैड़ी के पुल से गंगा नदी में छलांग लगाने वाली बुजुर्ग महिला बुजर्ग महिला पुल से गंगा में छलांग लगाकर आराम से तैरकर किनारे जाती हुई विडियो में दिख रही है। बुजुर्ग महिला की उम्र 70 साल के करीब की बताई जा रही है। 😳😳#haridwar pic.twitter.com/IY9bDp7DAb — Ashok Basoya (@ashokbasoya) June 28, 2022
advertisement
advertisement
তাতে অবশ্য পিছু হটেননি ওই বৃদ্ধা৷ সেতুর রেলিংয়ের ফাঁক গলে বেরিয়ে চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দেন তিনি৷ সবাই তখন ভাবছেন কী হয়, কী হয়! গঙ্গায় পড়েই অবশ্য ভেসে ওঠেন তিনি৷ এর পর সহজেই সাঁতরে পাড়ের দিকে এগিয়ে যান৷
আরও পড়ুন: প্রথার উল্টো পথে হাঁটল বর, বিয়ের পর পায়ে হাত দিয়ে প্রণাম করল কনেকে, মুহূর্তে ভাইরাল ভিডিও
advertisement
Joie de vivre! The 73-year-old who went viral for her dive into Ganga is also fond of dancing... pic.twitter.com/dtlOokNndp
— Boris A.K.A Bread & Circuses (@BorisPradhan) June 30, 2022
ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেট ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ অনেকেই যেমন বৃদ্ধার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন, আবার অনেকেই বৃদ্ধার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
advertisement
ওমওয়াতি অবশ্য নিজের নয়, অন্যদের নিরাপত্তা নিয়েই ভাবিত৷ তিনি জানিয়েছেন, ছোট থেকেই নদীতে সাঁতার কাটা অভ্যাস তাঁর৷ ফলে, জলের স্রোত বা কত উঁচু থেকে তিনি ঝাঁপ দিচ্ছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন৷ কিন্তু কেউ যাতে তাঁর দেখাদেখি একই ভাবে জলে না ঝাঁপান, সেটা তিনি দেখে নেন৷ হরিয়ানার বান্দেপুর গ্রামের বাসিন্দা ওমওয়াতি অবশ্য নাচতেও ভালবাসেন৷ তাঁর নাচের একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে৷
view commentsLocation :
First Published :
June 30, 2022 11:44 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বয়স ৭৩, চ্যালেঞ্জ নিয়ে ৪০ ফুট উঁচু থেকে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার! তার পর? দেখুন ভিডিও

