Viral Video: প্রথার উল্টো পথে হাঁটল বর, বিয়ের পর পায়ে হাত দিয়ে প্রণাম করল কনেকে, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

বৌ-কে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বর, দেখুন ভাইরাল ভিডিও--

#নয়াদিল্লি: দেশের কিছু সমাজে সম্মানের চিহ্ন হিসাবে এবং পরম গুরু পতির আশীর্বাদ পাওয়ার জন্য বিয়ের আনুষ্ঠানিকতার পরে বরের পা স্পর্শ করে প্রণাম করতে হয় কনেকে। সম্প্রতি, অনেক দম্পতি চেনা ছকের বাইরে বেরিয়ে আসছেন। এবার যেমন স্টিরিওটাইপগুলো ভেঙে এক নববিবাহিত দম্পতি একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছেন। তাই তাঁদের নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। আসলে হয়েছে যেটা সেটা হল বর নিচু হয়ে তাঁর কনের পা স্পর্শ করেছেন। আর সেই ভিডিও নেটিজেনদের মুগ্ধ করেছে। ভাইরাল ভিডিওটি পোস্ট করেছেন কনে নিজেই। তাঁর নাম দিতি গোরাদিয়া (Diti Goradia)। অর্ণব রায় (Arnav Roy) নামে এক যুবকের সঙ্গে তিনি সম্প্রতি গাঁটছড়া বাঁধেন। ভিডিওটি পোস্ট করে সেই ব্যাকগ্রাউন্ডে দিতি লিখেছেন, "আ কোর মেমোরি।"
ভিডিওতে ঐতিহ্যবাহী পোশাকে বর ও কনেকে তাঁদের চেয়ার থেকে উঠতে দেখা যায় এবং ঠিক সেই মুহূর্তে বর অর্ণব নিচু হয়ে কনে দিতির পা স্পর্শ করেন এবং তার পর তাঁকে জড়িয়ে ধরেন। অর্ণবের এই অপ্রত্যাশিত আচরণে দিতি অবাক হয়ে যান। উপস্থিত অতিথিরাও অবাক হয়ে যান। কারণ, সাধারণত কনেকেই দেখা যায় বরকে প্রণাম করতে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিতি ক্যাপশনে লিখেছেন, “আমাদের বিয়ের পুরোহিত এটা মোটেও পছন্দ করেননি। কিন্তু অনুষ্ঠানের শেষে তিনি আমাকে ফিসফিস করে বললেন, তুমি একজন খুব ভাগ্যবান মেয়ে।” দিতি আরও লিখেছেন, আক্ষরিক অর্থেই সব দিক থেকে সমান, এমন কাউকেই বিয়ে করা উচিত!
advertisement
ভিডিওটি নেটিজেনদের মুগ্ধ করেছে। একজন ইউজার লিখেছেন, "আমি আজ ইন্টারনেটে সবচেয়ে আদরের জিনিস দেখলাম... আমি বিরক্তিকর কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটি দেখার পরে আমার মন ভালো হয়ে উঠল …. ঈশ্বর আপনার মঙ্গল করুন দিতি। আপনি একটি রত্ন খুঁজে পেয়েছেন।"
advertisement
বরের আচরণের প্রশংসা করে অন্য একজন ইউজার লিখেছেন, "তিনি সঠিকভাবে বড় হয়ে উঠেছেন।" তৃতীয় একজন ইউজার আবার এই প্রজন্ম যে স্টিরিওটাইপ সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছে সে সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “এখন মনে হচ্ছে আমাদের প্রজন্ম সঠিক জিনিসগুলোই করছে। আপনাদের দু’জনেরই সুখ উপচে পড়ুক।"
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রথার উল্টো পথে হাঁটল বর, বিয়ের পর পায়ে হাত দিয়ে প্রণাম করল কনেকে, মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement