500 Rupees Special Note: ৫০০ টাকার অদ্ভুত নোট হাতে! উপরে লেখা এই বিশেষ নম্বর, আপনি পেলেও চমকে যাবেন....দেখুন ছবি

Last Updated:

500 Rupees Special Note: এক ব্যক্তি ৫০০ টাকার একটি অদ্ভুত নোট পান, যেখানে সিরিয়াল নম্বর সাতবার লেখা। তিনি নোটের ছবি Reddit-এ পোস্ট করেন এবং জানতে চান—এই বিরল নোটের বদলে কত টাকা পাওয়া যেতে পারে? জানুন বিস্তারিত...

৫০০ টাকার অদ্ভুত নোট হাতে! উপরে লেখা এই বিশেষ নম্বর, আপনি পেলেও চমকে যাবেন....দেখুন ছবি
৫০০ টাকার অদ্ভুত নোট হাতে! উপরে লেখা এই বিশেষ নম্বর, আপনি পেলেও চমকে যাবেন....দেখুন ছবি
নয়াদিল্লি: এক ব্যক্তি হাতে পেলেন এক অদ্ভুত ৫০০ টাকার নোট, কিন্তু সেটি ভাল করে দেখতেই চমকে উঠলেন! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি জানতে চান—”এই নোটের বদলে কত টাকা পাওয়া যেতে পারে?”
এই ঘটনাটি সামনে এসেছে Reddit-এর জনপ্রিয় গ্রুপ r/indiasocial-এ৷ সেখানে এক ব্যক্তি সম্প্রতি ৫০০ টাকার একটি নোটের ছবি পোস্ট করেছেন। প্রথম দর্শনে নোটটি স্বাভাবিকই মনে হয়৷ আর পাঁচটি ৫০০ টাকার নোট যেমন দেখতে হয়৷ তবে ভাল করে দেখতেই আসল জিনিসটি চোখে পড়বে৷ নজর কাড়বে নিচের দিকে থাকা নোটের সিরিয়াল নম্বর। কারণ সেখানে একই সংখ্যা সাতবার লেখা, এবং প্রতিটি সংখ্যার আকারও ভিন্ন—কোনোটি ছোট, কোনোটি বড়। এতে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়।
advertisement
advertisement
ব্যক্তি জানিয়েছেন, তিনি এই নোটটি কোনও একটি দোকান থেকে পেয়েছেন। ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা হলেও বোঝা যাচ্ছে এটি কোনো দোকানঘরের মধ্যেই তোলা হয়েছে। হয়তো তিনি দোকানদার, কিংবা সেখানে ক্রেতা হিসেবে গিয়েছিলেন।
এই ধরনের সিরিয়াল নম্বরযুক্ত নোট সাধারণত “রেয়ার” বা “দুর্লভ” ক্যাটেগরিতে পড়ে৷ এই বিশেষ জিনিসগুলি অনেকে জমিয়ে রাখেন, সুযোগ বুঝে বিক্রিও করেন৷ তবে অধিকাংশ ক্ষেত্রে নোটসংগ্রাহক বা কারেন্সি কালেক্টর্সের সংগ্রহেই এগুলি চলে যায়। নোটটি আসল হলেও, তার নম্বরের এই অস্বাভাবিক উপস্থাপন একে সবার চোখে আকর্ষণীয় করে তুলেছে।
advertisement
এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নোটটি পেতে অনেকে দামও দিয়েছেন৷ একজন যেমন লিখেছেন, “আমি এর জন্য ১৫০০ টাকা দিতে পারি।” আবার অনেকে নিজেদের সংগ্রহে থাকা এরকমই ‘ভুল ছাপা’ বা ‘বিশেষ নম্বরযুক্ত’ নোটের ছবি শেয়ার করেছেন। কেউ লিখেছেন, “এটা লাকি নোট হতে পারে।” তবে কিছু ইউজার সতর্কও করেছেন৷ তারা লিখেছেন—সব ‘রেয়ার’ নোটেই বড় দাম ওঠে না।
advertisement
যদিও এই ধরনের নোটে বাজারমূল্য নিশ্চিত নয়, তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়—মানুষের মধ্যে এখনও অদ্ভুত ও ব্যতিক্রমী জিনিসের প্রতি আগ্রহ অটুট। অদ্ভুত নম্বরযুক্ত একটি নোটও যে কতটা ভাইরাল হতে পারে, তা আবারও প্রমাণিত হল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
500 Rupees Special Note: ৫০০ টাকার অদ্ভুত নোট হাতে! উপরে লেখা এই বিশেষ নম্বর, আপনি পেলেও চমকে যাবেন....দেখুন ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement