Woman Can't Stop Shopping:টাকা ফুরিয়েছে, রাখার জায়গাও! তবু কেন শপিং থামাতে পারছেন না এই তরুণী?

Last Updated:

১৯ বছর বয়সি এক যুবতীর কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তাঁর অদ্ভুত আসক্তির কথা। কেনাকাটার প্রতি আসক্তি রয়েছে তাঁর। অনলাইনে অর্ডার করে একের পর এক জিনিস আনান তিনি। টাকাপয়সা না থাকলেও ধারে কিনতে কসুর করেন না তিনি।

শপিংয়ের নেশা সর্বনাশা! টাকা ফুরোলেও কেনাকাটা থামাতে পারছেন না কেন এই তরুণী?
শপিংয়ের নেশা সর্বনাশা! টাকা ফুরোলেও কেনাকাটা থামাতে পারছেন না কেন এই তরুণী?
কলকাতা: অনলাইনে একের পর এক বাক্স এসে ঘর ভরে যায়। খোলা হয় না সে সব। তাও কেনাও শেষ হয় না। কিনতেই থাকেন ১৯ বছরের এই তরুণী।
কোনও কিছুকে পছন্দ করা এবং তাতে আসক্ত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ যখন কিছু পছন্দ করে, সেটা বারবার করতে চায়। কিন্তু যখন সেটা নেশা হয়ে যায়, তখন আর নিজেকে থামানো যায় না। আসক্তি তৈরি হওয়া ক্ষতিকর বলেই মনে করেন মনোবিদরা।
কোনও কিছুর প্রয়োজন হলে সেটা কিনতে হয়। তবে প্রয়োজন না হলেও কি কেনার অভ্যাস থাকে অনেকের। যেমন, ১৯ বছর বয়সি এক যুবতীর কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তাঁর অদ্ভুত আসক্তির কথা। কেনাকাটার প্রতি আসক্তি রয়েছে তাঁর। অনলাইনে অর্ডার করে একের পর এক জিনিস আনান তিনি। টাকাপয়সা না থাকলেও ধারে কিনতে কসুর করেন না তিনি। একের পর এক বাক্স আসে বাড়িতে। সেগুলো জমা হয়ে ঘর ভর্তি, তাও বন্ধ হয় না কেনাকাটা।
advertisement
advertisement
এদিকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন সেই যুবতী। জামাকাপড় থেকে আরম্ভ করে গ্যাজেটস, জুতো, গৃহস্থালির সামগ্রী সব কিছুই কেনেন তিনি। আর্থিক সমস্যাও পড়ছেন এত কেনাকাটার ফলে। তাও নিজেকে আটকাতে পারছেন না। এই সমস্যার কথা সমাজমাধ্যমে লেখেন সেই যুবতী। বহু মানুষ তাঁর পোস্টে এসে মন্তব্য করেন। তাঁকে উপদেশ দেন। একজন লেখেন, “আপনি এই ভাবে চললে ধ্বংস হয়ে যাবেন। অন্য পথে সুখ খোঁজার চেষ্টা করুন।”
advertisement
মনোবিদদের মতে, যুবতী একধরনের মানসিক রোগে ভুগছেন। কম্পালসিভ বায়িং ডিসঅর্ডার (সিবিডি), যা ওনিওম্যানিয়া নামেও পরিচিত। একটি আচরণগত আসক্তি যা কেনাকাটা এবং কেনাকাটার আচরণের প্রতি আসক্তি তৈরি করে। এই অসুখ বংশানুক্রমিক বা জিনগত সমস্যাও হতে পারে। তাই সতর্ক হওয়া প্রয়োজন, এমনই জানান অনেকে সেই যুবতীকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
 Woman Can't Stop Shopping:টাকা ফুরিয়েছে, রাখার জায়গাও! তবু কেন শপিং থামাতে পারছেন না এই তরুণী?
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement