নোটবন্দি রাতারাতি, রাম মন্দির তৈরিতে দেরি কেন ? কেন্দ্রকে তোপ ঠাকরের

Last Updated:

নোটবন্দির সিদ্ধান্ত নিতে তো এত দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিতে এত কেন দেরি করছে কেন্দ্র ?

#পুনে: নোটবন্দির সিদ্ধান্ত নিতে তো এত দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিতে এত কেন দেরি করছে কেন্দ্র ? অযোধ্যার রাম মন্দির ইস্যুতে মোদি সরকারকে এভাবেই কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷
কবে হবে রাম মন্দির ? আদৌ কি তা হবে ? সেই নিয়ে এখনও ধোঁয়াশা ৷ এদিকে ভোটের আগে রামমন্দির তৈরির আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে, কি সেটা ২০১৯ নয় ? ২০৫০ সাল ? এমনই একের পর এক প্রশ্নবাণে রামন্দির নিয়ে মোদি সরকারকে ক্রমশ কোণঠাসা করে বিজেপির জোট শরিক শিবসেনা ৷ একইসঙ্গে তিনি আরও বলেন,
নোটবন্দির মত রামমন্দির তৈরির বিষয়টি নিয়েও চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বিজেপির ৷ কিন্তু এত সমস্যার পরও কেন নিচ্ছে না কেন্দ্র এই সিদ্ধান্ত ? বিজেপি রামমন্দির নির্মাণ নিয়ে এত কথা বলেছে ৷ এক দেশ এক আইন ও ৩৭০ ধারা বাতিল নিয়েও অনেক কথা বলেছে ৷ কিন্তু রামমন্দির নিয়ে কেন চুপ কেন্দ্র ?
advertisement
advertisement
রামমন্দির ছাড়াও এদিন কৃষিঋণ মুকুব নিয়েও কেন্দ্রকে একহাত নিলেন উদ্ধব ঠাকরে ৷ তাঁর দাবি, কেন্দ্র কৃষিঋণ মুকুবের জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই ৷ কিন্তু গত বছর মহারাষ্ট্রের কৃষকদের কাছে সেই সমস্ত কিছুই এসে পৌঁছয়নি ৷ সেই কারণে কৃষিঋণের বোঝায় চলতি বছরের মার্চ থেকে এপ্রিল মাস অবধি প্রায় ৬৪০ জন কৃষক আত্মহত্যা করেছে বলে দাবি ঠাকরের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোটবন্দি রাতারাতি, রাম মন্দির তৈরিতে দেরি কেন ? কেন্দ্রকে তোপ ঠাকরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement