Uttar Dinajpur News: রাতে একা ঘুরছিস কেন? নাবালককে বাড়ি পৌঁছে দেওয়ার বদলে চোর সন্দেহে বেধড়ক মার

Last Updated:

চরম অমানবিক! নাবালক শিশুকে চোর সন্দেহে বেধড়রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে কান্তনগর এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, কুলিক নদীর বাঁধ সংলগ্ন ওই এলাকায় শুক্রবার রাতে একটি শিশুকে উদ্দ্যশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকারই কয়েকজন যুবক। তারাই ওই শিশুকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে।ক মারধর এলাকাবাসীদের। এমনই ভিডিও ভাইরাল হওয়ায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার। ঘটনাস্থল রায়গঞ্জের দেবীনগরে ২৭ নম্বর ওয়ার্ডে কান্তনগর এলাকা।

উত্তর দিনাজপুর: চরম অমানবিক আচরণ বললেও কম বলা হবে! রাতে এলাকায় একা একাই ঘুরছিল একটি শিশু। কেন সে একা একা ঘুরছে, তার বাড়ি কোথায় এইসব প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক। কিন্তু না, ওদের মনে শিশুদের পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ তৈরি হয়নি। বরং সন্দিগ্ধ মন হঠাৎই বছর কয়েকের বাচ্চা ছেলেটাকে চোর ঠাওরে বসে! এরপরই শুরু হল বেদম মার। সেই মারের ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমনই মর্মান্তিক ও অমানবিক ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জে।
নাবালককে চোর সন্দেহে মারধরের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে কান্তনগর এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, কুলিক নদীর বাঁধ সংলগ্ন ওই এলাকায় শুক্রবার রাতে একটি শিশুকে উদ্দ্যশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকারই কয়েকজন যুবক। তাঁরাই ওই শিশুকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। গুরুতর অসুস্থ হয়ে পড়ে নাবালকটি। বিষয়টি নজরে আশায় স্থানীয়দেরই একাংশ আক্রমনকারীদের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করে।
advertisement
advertisement
এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ২৭ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মুক্তা সরকার
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: রাতে একা ঘুরছিস কেন? নাবালককে বাড়ি পৌঁছে দেওয়ার বদলে চোর সন্দেহে বেধড়ক মার
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement