Accident: মর্মান্তিক, বাইক নিয়ে সজোরে ধাক্কা! হাতি আটকানোর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু কলেজ পড়ুয়ার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:RAJKUMAR KARMAKAR
Last Updated:
Accident: বক্সা ব্যাঘ্র প্রকল্পের নাড়াথলি বিটের জঙ্গলে সংরক্ষিত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ১৯ বছরের কলেজ পড়ুয়ার। হাতি আটকানোর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের নাড়াথলি বিটের জঙ্গলে সংরক্ষিত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ১৯ বছরের কলেজ পড়ুয়ার। হাতি আটকানোর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। বক্সার জঙ্গলে সংরক্ষিত এলাকায় হাতি প্রোটেকশনের তারের বেড়ায় বাইক নিয়ে ধাক্কার ফলেই মৃত্যু হয় পড়ুয়ার বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে শামুকতলা ডাঙ্গি এলাকার কলেজ পড়ুয়া ওই যুবক বন্ধুদের সঙ্গে তার কাকার বাইক নিয়ে ছিপড়া এলাকায় ক্রিকেট খেলা দেখতে এসেছিলেন। সেখান থেকে নাড়ারথলি জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার পথে, হাতির হাত থেকে গ্রাম বাঁচানোর উদ্দেশ্যে লাগানো জি আই তারের বেড়ায় প্রচণ্ড গতিতে ধাক্কা মারে তার বাইক।
advertisement
advertisement
গলায় জি.আই তার লেগে কেটে যায় গলা। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বন্ধুরা কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবক বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। মৃত ছাত্র কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ের ছাত্র ছিল।
advertisement
ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে সংরক্ষিত বনাঞ্চলে বাইক নিয়ে যুবকদের আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগেও এই জায়গায় একই ভাবে বাইক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সে সময় প্রানহানির ঘটনা ঘটেনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 11:33 PM IST