উদ্ধার করেছেন একাধিক বন্যপ্রাণ! এই ব্যক্তির সম্পর্কে জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Wild life- আজও জেলার কোনও এলাকায় বন্যপ্রাণ উদ্ধারের খবর এলেই ছুটে যান তিনি সেখানে। তাই তো বহু মানুষ তাঁর প্রশংসাও করে থাকেন।
কোচবিহার: দীর্ঘ সময় ধরে তিনি বন্যপ্রাণ উদ্ধার কাজের সঙ্গে যুক্ত। এখনোও পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি সাপ উদ্ধার করেছেন। এছাড়াও উদ্ধার করেছেন বিভিন্ন প্রজাতির পাখি, পশু ও চিতাবাঘ। তবুও বিন্দুমাত্র ভয় নেই তাঁর এই কাজে।
আজও জেলার কোনও এলাকায় বন্যপ্রাণ উদ্ধারের খবর এলেই ছুটে যান তিনি সেখানে। তাই তো বহু মানুষ তাঁর প্রশংসাও করে থাকেন। বাড়ির মানুষেরা যদিও তাঁর এই কাজ নিয়ে মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করেন। তবুও তিনি এই কাজে পিছপা হন না বিন্দুমাত্র। উল্টে বাড়ির মানুষদের বোঝান বন্যপ্রাণ উদ্ধারের তাৎপর্য নিয়ে।
আরও পড়ুন- বাইক চালান যাঁরা, শীতে অনেকের সর্দি-কাশি হয়! বাঁচবেন কী করে? রইল টিপস
বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, “ছোট সময় থেকেই তাঁর বন্যপ্রাণ উদ্ধারের প্রতি অনেকটাই ভালবাসা। একটা সময় তিনি সঠিক বুঝতেন না সাপেদের সম্পর্কে। তবে ভালবাসা ছিল অনেকটাই। তবে ধীরে ধীরে তিনি সাপেদের সর্ম্পকে পড়তে শুরু করেন। বর্তমানে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে সাপেদের সর্ম্পকে বিশদে বুঝিয়ে থাকেন। এছাড়া একাধিক বিষধর ও নির্বিষ সাপ তিনি উদ্ধার করেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। বহু মানুষ তাঁকে বিভিন্ন সময় যোগাযোগ করে থাকেন সাপ কিংবা অন্য বন্যপ্রাণ উদ্ধার করার জন্য।”
advertisement
advertisement
অর্ধেন্দু বণিক আরও জানান, “কোচবিহারে দু’বার চিতাবাঘ উদ্ধারের কাজে তিনি সহায়তা করেছেন বন দফতরের সঙ্গে। সেই দুই উদ্ধার কাজের সময় তিনি আহতও হয়েছিলেন। তাঁর কাঁধে ও পায়ে কিছুটা আঘাত লেগেছিল। তবুও তিনি বন্যপ্রানকে ভয় পান না। উল্টে তিনি তাঁর এই কাজকে তিনি আনন্দের সঙ্গে করে থাকেন। বর্তমান সময়ে তাঁর কারণে বহু মানুষ সাপেদের সম্পর্কে এবং অন্যান্য বন্যপ্রাণের সর্ম্পকে অনেকটাই সংবেদনশীল হয়েছেন। আগামী দিনেও তিনি এই বন্যপ্রাণ উদ্ধার কাজ চালিয়ে যেতে চান। তাঁকে দেখে অনেকেই বর্তমানে বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষনের কাজে এগিয়ে আসেন।”
advertisement
আরও পড়ুন- স্প্যাম রোধী নেটওয়ার্কের কামাল, আড়াই মাসে ৮ বিলিয়ন স্প্যাম কল শনাক্ত করল এয়ারটেল
দীর্ঘ সময় অতিক্রম হয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অভিজ্ঞতাও পূর্ণতা লাভ করেছে অনেকটাই। তবুও তিনি মনে করেন তাঁর আরোও অনেকটাই শেখা বাকি বন্যপ্রাণীর সর্ম্পকে। আগামী দিনে তিনি আরোও বহু মানুষকে শেখাতে চান বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধারের বিষয়। তাঁকে দেখে আগামী প্রজন্ম যেন বন্যপ্রাণীর প্রতি আরোও অনেকটাই সংবেদনশীল হয়ে ওঠে এটাই তাঁর প্রত্যাশা।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 7:42 PM IST