Malda News: খাবারে ভেজাল? এক অ্যাপেই সব সমস্যার সমাধান! জেনে নিন কীভাবে জানাবেন অভিযোগ

Last Updated:

ভেজাল খেয়ে অসুস্থ হচ্ছেন অনেকেই। কি করতে হবে জানেন না। এবার সেই সুরাহা বের করলো খাদ্য সুরক্ষা এবং ক্রেতা সুরক্ষা দফতর।

+
কেনার

কেনার আগে সতর্ক হোন ভেজাল দেখলেই মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান

জিএম মোমিন, মালদা: কেনা খাবারে ভেজাল! আতঙ্ক বাড়ছে মনে, এবার সরাসরি অভিযোগ জানান? দ্রুত ব্যবস্থা গ্রহণ হবে সঙ্গে মিলতে পারে ক্ষতিপূরণ। বাঁচার জন্য জীবনের প্রাথমিক উৎস হচ্ছে খাদ্য। আর সেই খাদ্য যদি আপনার জীবনের শারীরিক বিপদ ডেকে আনে তবে বাঁচার জন্য কি করবেন তা বুঝিয়ে দিল খাদ্য সুরক্ষা এবং ক্রেতা সুরক্ষা দফতর। মালদহের গৌড় মহাবিদ্যালয়ে একটি সেমিনারের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে সচেতনতা মূলক কর্মসূচি করে সাবধান করল স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। দোকান বাজারে এমন কি বর্তমান প্রযুক্তির বিশ্বে অনলাইন শপিং ওয়েবসাইট সহ একাধিক জায়গার মাধ্যমে নৃত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে থাকেন অনেকে। অনেক সময় বাড়ির শিশু থেকে শুরু করে বয়স্করা অসুস্থ হন দোকান বাজার এবং অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কেনা খাবার খেয়ে। তাই জনসাধারণের মধ্যে খাদ্য সম্পর্কে স্বাস্থ্যকর এবং গুণগতমান বিষয়গুলি তুলে ধরা হয়।
অভিযোগ জানাতে ভারত সরকারের বিআইএস কেয়ার (BIS Care) অ্যাপ এবং রাজ্য সরকারের https://wbconsumers.gov.in ওয়েবসাইট ও টোলফ্রি নাম্বার ১৮০০-৩৪৫-২৮০৮ এ কল করে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement
advertisement
অনেক সময় কেনাবেচার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয় ক্রেতাদের। টাকা লেনদেন অথবা ধার বাকি এমনকি এমআরপি তথা সর্বোচ্চ খুচরা মূল্য থেকেও বেশি দাম নিয়ে থাকেন বিক্রেতারা। তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতেই এমন উদ্যোগ বলে জানান খাদ্য সুরক্ষা দফতর এর প্রশাসনিক আধিকারিকরা।
এই পদ্ধতি অনেক আগে থেকেই রয়েছে কিন্তু বেশিরভাগ জনসাধারণ এমন সচেতন মূলক বিষয়ে অজ্ঞাত। তাই সুযোগের ফাঁকে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খাবারও বিক্রয় করে থাকেন বিক্রেতারা। এমন কর্মসূচি দেশের প্রত্যেক প্রান্তে হলে ক্রেতারা সচেতন এবং জাগ্রত হবেন। যার ফলে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খাবার থেকে নিজেকে কেনার আগে সতর্ক করতে পারবেন ক্রেতারা।
advertisement
দোকান বাজার অনলাইন শপিং ওয়েবসাইটের মাধ্যমে কেনা কোন খাদ্য সামগ্রীতে ভেজাল জিনিস দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। অভিযোগ জানাতে ভারত সরকার দ্বারা গঠিত মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে সহজ উপায়ে কমপ্লেইন করবেন তা বুঝিয়ে দেন সরকারি আধিকারিকরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: খাবারে ভেজাল? এক অ্যাপেই সব সমস্যার সমাধান! জেনে নিন কীভাবে জানাবেন অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement