Malda: শিশুকে পোলিও খাওয়াতে আনলেন 'মা', সন্দেহ হতেই জানা গেল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল ওই মহিলা পোলিও টিকা কেন্দ্রে শিশুটিকে নিয়ে গেলে ঘটনা প্রকাশ্যে আসে। শিশুটির কোনও জন্ম শংসাপত্র না থাকায় সন্দেহ হয় আশা কর্মীদের।
#মালদহ: আর পাঁচজনের মতোই শিশুকে নিয়ে পোলিও টিকা খাওয়াতে নিয়ে এসেছিলেন মহিলা৷ কিন্তু শিশুর জন্মের কোনও শংসাপত্র দেখাতে পারেননি তিনি৷ আর এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! জানা গেল আসলে ওই শিশুটিকে ধানক্ষেত থেকে উদ্ধার করেছিলেন নিঃসন্তান ওই মহিলা৷
ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ায়৷ জানা গিয়েছে, রতুয়ার দেবীপুর এলাকায় দিন দশেক আগে এলাকার ধানক্ষেতে ওই পুত্র সন্তানটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর পর এলাকার এক নিঃসন্তান মহিলা ওই শিশুটিকে নিয়ে গিয়ে লালন পালন করছিলেন। গ্রামবাসীরাও সেই সময় শিশুটিকে উদ্ধারের বিষয়ে পুলিশ বা প্রশাসন কাউকে কিছু জানাননি।
advertisement
advertisement
গতকাল ওই মহিলা পোলিও টিকা কেন্দ্রে শিশুটিকে নিয়ে গেলে ঘটনা প্রকাশ্যে আসে। শিশুটির কোনও জন্ম শংসাপত্র না থাকায় সন্দেহ হয় আশা কর্মীদের। ওই মহিলাকে পুত্রের শংসাপত্র আনতে বলা হয়। এরপরে নিঃসন্তান ওই মহিলা সমস্ত বিষয় জানায় কর্তৃপক্ষকে। ওই শিশুটিকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
advertisement
এ দিকে স্থানীয়রা জানিয়েছেন, মাস দুয়েক আগে রতুয়ার দেবীপুরের পুলবান্ধা এলাকায় একই গ্রামে আরও এক সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার হয়। ইতিমধ্যে ওই কন্যাসন্তানটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। দু' মাসের মধ্যে একই এলাকায় ফের সদ্যোজাত উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এ দিকে গত ১০ দিন ধরে ওই শিশুটিকে লালন-পালন করা নিঃসন্তান মহিলা ওই শিশুটির দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2022 3:32 PM IST