Jalpaiguri News: পুকুরের মাঝে অত বড় ভাসছে ওটা কী! কাছে যেতেই চোখ কপালে স্থানীয়দের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
মসজিদের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। বুধবার রাতে জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে থাকা পুরাতন মসজিদের পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখা যায়।
জলপাইগুড়ি: মসজিদের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। বুধবার রাতে জলপাইগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে থাকা পুরাতন মসজিদের পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখা যায়।
আরও পড়ুনঃ স্বপ্ন বাউল গানের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বৃদ্ধি, জেলা-রাজ্য-দেশ ছাড়িয়ে বিদেশে বীরভূমের রাজু
স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেখতে পায়। এরপর তাঁরা খবর দেন স্থানীয় কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়কে। খবর পেয়ে তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিক।
advertisement
দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দেহের পাশাপাশি পুকুরের সিঁড়িতে একটি ব্যাগ ও জুতো পড়ে রয়েছে। দেহ উদ্ধারের পাশাপাশি মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে এই নৃংশস ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 6:12 PM IST