Binoy Tamang| এবার কি বিমলের হাত ধরবেন! রহস্য জিইয়ে রাখলেন বিনয় তামাং

Last Updated:

Binoy Tamang| এই কথাই এখন যেন সমার্থক হয়ে গিয়েছে সদ্য গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে দেওয়া বিনয় তামাংয়ের সঙ্গে।

#দার্জিলিং: "অসম্ভব বলে কিছুই নেই", রাজনীতির ময়দানের এই চেনা কথাই এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়ের প্রতিটি বাঁকে। আর এই কথাই এখন যেন সমার্থক হয়ে গিয়েছে সদ্য গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে দেওয়া বিনয় তামাংয়ের সঙ্গে।
সালটা ২০১৭, অগাস্ট মাস। সেবার কয়েকদিন জুড়েই পাহাড়ে পুলিশ হন্যে হয়ে খুঁজছে বিনয় তামাংকে।  অগাস্টের এক বৃষ্টিভেজা দুপুরে এক অখ্যাত পাহাড়ি গ্রামে দেখা মিলেছিল তার। চুলে কলপ করা, নিজেকে চিরতরুণ দেখতে চাওয়া বিমল গুরুংয়ের সেই সময়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক বলেছিলেন, "রাজনীতিতে চিরশত্রু বলে কিছুই নেই।"
আসলে প্রশ্ন ছিল, বিমল গুরুং যখন পাহাড়ছাড়া হয়ে বসে আছেন তখন আপনি পাহাড়ে নিজস্ব ঘেরাটোপে কীভাবে বসে আছেন? যদিও যে সন্দেহ ২০১৭ সালের আগস্ট মাসে গোটা পাহাড় জুড়ে ঘুরছিল বিনয় তামাং কি আসলে বিমল গুরুং থেকে দূরত্ব বজায় করছেন?
advertisement
advertisement
সেই উত্তর অবশ্য পাওয়া গিয়েছিল ওই দিনের সাক্ষাৎ পর্বের ঠিক ১১ দিন পরে। যেদিন নবান্নে এসে সরকারের সাথে বৈঠক করেছিলেন বিমল গুরুংয়ের ডানহাত বিনয় তামাং।
২০১৯ এর লোকসভা ভোট। পাহাড় জুড়ে ব্যাপক প্রচার শুরু করে তৃণমূল কংগ্রেস। সঙ্গে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়-অনীতপন্থী দল। সেই সময় দার্জিলিং বিধানসভা আসনের প্রার্থী ছিলেন বিনয় তামাং। লোকসভা আসনের প্রার্থী ছিলেন অমর রাই। ফল বেরোলে দেখা যায়, দু'জনেই পরাস্ত হয়েছেন। ভানু ভবনের কাছে এক হোটেলে অনুরাগীদের নিয়ে বসে ছিলেন বিনয়-অনীত। রাজনৈতিক ধাক্কা খেয়ে কি আপনারা গোর্খা জনমুক্তি মোর্চার বিমলপন্থীদের সাথে মিশে যাবেন? বিনয় তামাংয়ের উত্তর ছিল, "রাজনীতিতে চিরশত্রু বলে কিছুই হয় না।"
advertisement
ডালির এই যুবকের কাউকে চিরশত্রু না ভাবার প্রসঙ্গ আবার উঠে এসেছে বিনয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে দেওয়ার ঘটনায়। আর এভাবেই তিনি রহস্য বাড়িয়ে দিয়েছেন। ২০০৭ সালের ৭ অক্টোবর পাহাড়ে আত্মপ্রকাশ করে গোর্খা জনমুক্তি মোর্চা। দলে সহ সম্পাদক হয়ে যান ব্লুমফিল্ড বস্তি এলাকার ছেলে বিনয় তামাং।
একাধিক মামলা তাঁর নামে। ২০১৩ সালে শেষবার গ্রেফতার হন। তারপর নানা উত্থান পতন দেখেছে পাহাড় এই বিনয়কে ঘিরে। ২০১৯ সালে ভোটে লড়ার জন্যে জিটিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। দায়িত্ব নেন অনীত থাপা। প্রশাসন সামলান অনীত, দল সামলান বিনয়। অনেকের মতে, অনীত ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছেন পাহাড়ে। তাই দূরত্ব বাড়ছিল দু'জনের। অনেকে আবার বলছেন, বিনয় তামাং যোগ দেবেন তৃণমূলে। কেউ আবার বলছেন তিনি চলে যাবেন বিমল গুরুংয়ের কাছে। এই রহস্যই বিনয় তামাংয়ের কথায় উঠে এসেছে বারবার, "রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই। রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Binoy Tamang| এবার কি বিমলের হাত ধরবেন! রহস্য জিইয়ে রাখলেন বিনয় তামাং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement