আমগাছের মধ্যে কী এত 'ফোঁসফোঁস' শব্দ! সবাই ভাবছিলেন ঝড়! আলো ফেলতেই... চোখ ছানাবড়া!
- Published by:Tias Banerjee
Last Updated:
চ্যাংমারি চা বাগানে বিশাল কিং কোবরা দেখা যায়. বনকর্মী ও স্নেক রেসকিউ সোসাইটি সাপটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে দেয়.
রকি চৌধুরী, নাগরাকাটা: শুক্রবার রাত। চ্যাংমারি চা বাগানের আকাশ তখন গা ছমছমে নিস্তব্ধ। হঠাৎই এক অদ্ভুত ফোঁসফোঁস শব্দ ভেসে আসে আমগাছের দিক থেকে। প্রথমে বিষয়টাকে পাত্তা দেননি এলাকার মানুষজন। ভাবা গিয়েছিল, কোনও পাখি বা বাতাসের আওয়াজ হবে হয়তো। কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই, সেই ফোঁসফোঁস শব্দ যেন আরও জোরে কানে এসে বাজে। কৌতূহল মেশানো ভয় নিয়ে চা বাগানের কয়েকজন শ্রমিক আলো ফেলে তাকাতেই চোখ ছানাবড়া!
আমগাছের মাথায় কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে বিশাল আকৃতির এক কিং কোবরা! প্রায় ১২ ফুট লম্বা সেই সাপের লকলকে শরীর ঝলসে উঠছে টর্চের আলোয়, আর গাছের ডালে ডালে তার ছায়া যেন একটা জীবন্ত দুঃস্বপ্নের মতো কাঁপছে।
advertisement
advertisement
চা বাগানের নেপালি লাইনে মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর। আতঙ্কে অনেকেই বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেন। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। খবর যায় ডায়না রেঞ্জের বনদপ্তরে।
advertisement
রাতেই তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী ও স্থানীয় পরিবেশপ্রেমী সংস্থা ‘স্নেক রেসকিউ অ্যান্ড নেচার ওয়েলফেয়ার সোসাইটি’র সদস্যরা। কিন্তু কাজ মোটেই সহজ ছিল না। কারণ, সাপটি যে জায়গায় ছিল, তা মাটির প্রায় ২০ ফুট ওপরে। তার উপর, কিং কোবরা নিজেই ভয়ানক বিষধর ও চঞ্চল প্রকৃতির! সামান্য ঝামেলাতেই সে ছোবল মারতে পারে।
advertisement

দীর্ঘ প্রায় আধঘণ্টার চেষ্টার পর, দড়ি, বাঁশ আর বিশেষ সাপ ধরার যন্ত্র ব্যবহার করে দুই অভিজ্ঞ সর্পবিশারদ—সঞ্জয় ছেত্রী ও বাপি ওরাওঁ—সাপটিকে নিরাপদে ধরেন। চারপাশে তখন হাততালির ঝড়, মোবাইলের ফ্ল্যাশে ঝলসে উঠছে এই সাহসিকতার মুহূর্ত।
পরিবেশপ্রেমী সংস্থার তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কিং কোবরাটি সুস্থ ছিল। এরপর বনদফতরের অনুমতি নিয়ে রাতেই তাকে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 11:47 AM IST