Home /News /north-bengal /
West Bengal Rape Case: শিক্ষকের এ কী রূপ! কন্যাসমা ছাত্রীর সঙ্গে যা করলেন, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা

West Bengal Rape Case: শিক্ষকের এ কী রূপ! কন্যাসমা ছাত্রীর সঙ্গে যা করলেন, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

West Bengal Rape Case: শুরু হয় বেধড়ক মারধর। পরিস্থিতি বেগতিক দেখে এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক।

 • Share this:

  #কালিয়াগঞ্জ: পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেঠকলোনীর ফুলতলা এলাকায়। অভিযুক্ত ওই গৃহ শিক্ষকের নাম রঘুনাথ রায়। প্রতিদিনের মতো এলাকার এক পঞ্চম শ্রেণীর ছাত্রী যথারীতি এদিন গৃহশিক্ষকের বাড়িতে যায় প্রাইভেট পড়তে৷

  কিন্তু বাড়ি ফিরতে দেরি করায় সন্দেহ হয় ওই ছাত্রীর বাবা মায়ের। এরপর হন্তদন্ত হয়ে গৃহ শিক্ষকের বাড়িতে এলে দুজনকেই আপত্তিজনক অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা।

  আরও পড়ুন: পেট্রোল পাম্পে আটকানো হল ট্রাক, ভিতকে একশোটা পেটি! যা মিলল, চক্ষু চড়কগাছ

  শুরু হয় বেধড়ক মারধর। পরিস্থিতি বেগতিক দেখে এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে স্থানীয় মানুষদের সহযোগিতায় স্থানীয় এক বাড়ি থেকে অভিযুক্ত রুঘুনাথ রায়কে আটক করে পুলিশ।

  আরও পড়ুন: রেকর্ড-রেকর্ড-রেকর্ড! শুরু হতেই তাক লাগিয়ে দিল পদ্মা সেতু! কী হল জানেন?

  এই ঘটনায় নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ছাত্রীর পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Bangla News, West Bengal news

  পরবর্তী খবর