West Bengal News: আবার সেই সিভিক ভলান্টিয়ার, কিশোরীর বাড়িতে যা করল, ছিঃ!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
West Bengal News: ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালী এলাকায়।
উত্তর দিনাজপুর: কিশোরীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার। কিশোরীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলএক সিভিক ভলেন্টিয়ারকে। এমনকি লক্ষাধিক টাকা আদায়েরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী এবং অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা। ১০ দিন আগে অভিযুক্ত কিশোরীর বাড়ি গিয়ে আচমকাই তাঁর শ্লীলতাহানি করে। এই ঘটনার পর কিশোরীর চিৎকার শুনে বেরিয়ে আসে নির্যাতিতার মা। শুধু তাই নয়, এরপর অভিযুক্ত ওই কিশোরী এবং তাঁর পরিবারের কাছে লক্ষাধিক টাকা দাবিও করে। কিন্তু তা দিতে অস্বীকার করায় তাঁদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
তবে সেই সময় কিশোরীর বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিল না। তাই ঘটনার ১০ দিন পরে ইসলামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মহম্মদ নাজমুল। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল। তাকে জেল হেফাজতের জন্য আবেদনও জানানো হয়েছিল আদালতে। বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেন। তবে ঘটনার ১০ দিন পর কেন অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার, তার তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্তের সঙ্গে কোনো পূর্ব পরিচয় ছিল কি না কিশোরীর তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
—- পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 8:56 PM IST

