হোম /খবর /উত্তরবঙ্গ /
জলজ্যান্ত ছেলেটা হঠাৎ মরে গেল, রেখে গেল সুইসাইড নোট! কী মারাত্মক লেখা তাতে...

West Bengal News: জলজ্যান্ত ছেলেটা হঠাৎ মরে গেল, রেখে গেল সুইসাইড নোট! কী মারাত্মক লেখা তাতে...

এ কী কাণ্ড (প্রতীকী চিত্র)

এ কী কাণ্ড (প্রতীকী চিত্র)

West Bengal News: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

  • Share this:

রাজেশ দাশ,মাথাভাঙ্গা: বৃহস্পতিবার মাথাভাঙ্গা ১ ব্লকের মাদ্রাসা চৌপথি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। যুবকের মৃত্যুর পেছনে জড়িত রয়েছে শ্বশুর বাড়ির লোকজন এই অভিযোগে ওই যুবকের আত্মীয়রা ও গ্রামবাসীরা মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের মাদ্রাসা চৌপথি এলাকায় মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের দাবি মৃত যুবকের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে শ্বশুর বাড়ির লোকজন এই ঘটনার জন্য দায়ী বলে লেখা রয়েছে। তাই অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি।

আরও পড়ুন: বিরাট খবর! বাংলার জন্য আরও এক বন্দে ভারত এক্সপ্রেস, কোথায় যাবে? জানলে চমকে যাবেন

যদিও দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে মৃত দেহ উদ্ধার করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:Suman Biswas
First published:

Tags: Suicide, West Bengal news