Tourist Destination: হাতে মাত্র এক দিন সময়? ইতিহাসকে ছুঁয়ে দেখতে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের জেলায়
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Tourist Destination: ঘুরতে যাব যাব করেও প্ল্যানটা করা হয়নি? তাহলে দেখে নিন ২৬ শে জানুয়ারির রবিবার এই উইকেন্ডে ১ দিনেই ঘুরে আসুন এই উত্তর দিনাজপুরের এই ঐতিহাসিক স্থান থেকে।
উত্তর দিনাজপুর: ঘুরতে যাব যাব করেও প্ল্যানটা করা হয়নি? তাহলে দেখে নিন ২৬ শে জানুয়ারির রবিবার এই উইকেন্ডে ১ দিনেই ঘুরে আসুন এই উত্তর দিনাজপুরের এই ঐতিহাসিক স্থান থেকে। পর্যটকদের মধ্যে সারা বছর দার্জিলিং, কালিম্পং যাওয়ার ভিড় লেগে থাকে। কিন্তু হাতে যদি একদিনও ছুটি থাকে, তাহলে কোন জেলায় যাবেন? কাছেপিঠের মধ্যে যেতে পারেন উত্তর দিনাজপুর।
ইংরেজদের নীলকুঠি থেকে ভূপালচন্দ্র রাজবাড়ি একদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন ইটাহারের এই ঐতিহাসিক স্থান থেকে। উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম দ্রষ্টব্য স্থান গুলির মধ্যে অন্যতম রায়গঞ্জের ভূপালপুর রাজবাড়ি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভূপালপুর রাজবাড়ি দেখতে আসেন বহু পর্যটক। রায়গঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে দুর্গাপুর এলাকায় নির্মিত এই রাজপ্রাসাদ ঐতিহাসিক অনেক স্মৃতি বহন করে। এই রাজবাড়ি থেকেই ভূপাল চন্দ্র রায়চৌধুরীর ভোরের আলো ফোটার আগেই বেড়িয়ে পড়তেন শিকারে। ছোটখাটো জন্তু-জানোয়ারের পাশাপাশি বাঘ শিকারও করেছিলেন তিনি। আজও রাজবাড়ির অন্দরমহলের দেওয়ালে টাঙানো রয়েছে রাজাবাবুর শিকার করা বাঘের ছাল থেকে হরিণের শিং।
advertisement
advertisement
ইটাহার থেকে আর একটু ভিতরে গেলে আর একটি রাজবাড়ীর চোখে পড়বে। মহানন্দা নদীর পাশেই ইটাহারের চুরামন রায়চৌধুরী জমিদার বাড়ি। যা ছিল উত্তর দিনাজপুর জেলার বৃহত্তম জমিদারি। তাদের শরিকদের এই তৈরি ভূপাল চন্দ্র রাজবাড়ি। মহানন্দা নদীর বন্যাতে এই বাড়ি ধ্বংস হয়ে গেলে, এই বাড়ির বংশধরেরা দুর্গাপুরে চলে আসে। জমিদার ভূপাল চন্দ্র রায়চৌধুরীর এই অনবদ্য জমিদার বাড়িটি তৈরী করান। এই বাড়ি তৈরির দায়িত্বভার দেন করেন মার্টিন ও বার্ণ কোম্পানিকে।
advertisement
চূড়ামন থেকে ফিরে আসার পথে
এই ভূপাল চন্দ্র রায়চৌধুরীর জমিদার বাড়ির পাশেই একটু দূরে অবস্থিত স্বামীনাথের মন্দির। মন্দিরের ভিতরে বিষ্ণুর একটি কষ্টি পাথরের মূর্তি আজও বিদ্যমান। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইটাহারের হাসুয়া গ্রামে এই মেলা বসে। সাত দিন ব্যাপী এই মেলায় যোগ দিতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস। উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা এই স্বামীনাথের মেলা।
advertisement
রায়গঞ্জ থেকে টোটো, ছোটো গাড়ি, বাস সব কিছু পেয়ে যাবেন এই জায়গা গুলোতে আসর জন্য। স্বামীনাথের মন্দিরে আসার জন্য প্রথমে রাজবাড়ী মোড়ে নেমে সেখান থেকে টোটো করে ২ কিমি গিয়ে পেয়ে যাবেন স্বামীনাথের এই মন্দির। এই উইকেন্ডে একদিনের ছুটি নিয়ে চলে আসুন উত্তর দিনাজপুর এর ইটাহারের এই ঐতিহাসিক স্থান গুলো থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2025 12:59 AM IST
