WB 10th Result 2019: ডাক্তার হয়ে বিনামূল্যে চিকিৎসা করতে চায় মাধ্যমিকে দ্বিতীয় আলিপুরদুয়ারের শ্রেয়সী

Last Updated:
#আলিপুরদুয়ার: প্রত্যাশা ছিল, তবে মাধ্যমিকে রাজ্যে একেবারে দ্বিতীয় হবে বলে ভাবেনি আলিপুরদুয়ারের শ্রেয়সী ৷ মাধ্যমিকে ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় শ্রেয়সী পাল ৷
ফালাকাটা হাইস্কুলের এই কৃতী ছাত্রী শ্রেয়সীর ইচ্ছে ভবিষ্যতে ডাক্তার হবে ৷ সমস্ত দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা করতে চায় সে ৷ বিদেশে যাওয়ার থেকে দেশে থেকে দেশের মানুষের চিকিৎসার কাজ করাই তাঁর ইচ্ছে ৷ শ্রেয়সী জানায়, প্রত্যন্ত গ্রামে এখনও সামান্যতম চিকিৎসাও পৌঁছায় না ৷ সেইসব গ্রামের মানুষের জন্যই কাজ করতে চায় সে ৷
advertisement
শ্রেয়সীর স্কুলের শিক্ষক-শিক্ষিকার মতোই মেয়ের সাফল্যে উছ্বসিত তাঁর বাবা মাও ৷ ছোট থেকেই মেধাবী শ্রেয়সী যে রাজ্যে একেবারে দ্বিতীয় হবে তা ভাবতে পারেনি তারা ৷ মেয়ের সাফল্যে এখন বাড়িতে শুভেচ্ছা জানাতে আসা শুভান্যুধায়ীদের সামলাতে ব্যস্ত শ্রেয়সীর বাবা-মা ৷ এই অভূতপূর্ব সাফল্যের জন্য শ্রেয়সী পালকে News18 বাংলার শুভেচ্ছা ৷
advertisement
মাধ্যমিক পরীক্ষার ফল এবার জানা যাবে News18 Bangla-র ওয়েবসাইটে ৷ প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ৷ সবার আগে ফল দেখতে ক্লিক করুন এখানে৷ রেজাল্ট জানতে এখানে টাইপ করুন রোল নম্বর, জন্ম তারিখ৷ জেনে যান মাধ্যমিকের ফলাফল৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
WB 10th Result 2019: ডাক্তার হয়ে বিনামূল্যে চিকিৎসা করতে চায় মাধ্যমিকে দ্বিতীয় আলিপুরদুয়ারের শ্রেয়সী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement