SIR: ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারকে কেন আসতে হল শুনানি কেন্দ্রে? শিলিগুড়ির ঘটনায় তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
WB SIR: বুথ লেভেল অফিসারকে জানানোর পরেও কেন শারীরিকভাবে অসুস্থ সেই ভোটারকে শুনানি কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হল? দার্জিলিং জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাওয়া হল।
শিলিগুড়ি: শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারকে শুনানি কেন্দ্রে কেন আসতে হল? নিউজ 18 বাংলা খবর দেখানোর পরপরই জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের রিপোর্ট তলব কমিশনের। সূত্রের খবর, দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
বুথ লেভেল অফিসারকে জানানোর পরেও কেন শারীরিকভাবে অসুস্থ সেই ভোটারকে শুনানি কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হল? বুথ লেভেল অফিসারের কী ভূমিকা ছিল? দার্জিলিং জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাওয়া হল।
আরও পড়ুন: গিগ কর্মীদের জন্য বড় সুখবর! ৯০ দিন কাজ করলে দিতে হবে সামাজিক সুরক্ষা, নয়া নিয়ম আনছে কেন্দ্র
advertisement
advertisement
সূত্রের খবর, সংশ্লিষ্ট বিএলও-এর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে কমিশন। যত দ্রুত সম্ভব রিপোর্ট দেওয়ার নির্দেশ। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কথা বলেছেন জেলা প্রশাসনের সঙ্গে বলেই কমিশন জানা গিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, শিলিগুড়ির নকশালবাড়িতে ২ বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারকে আসতে SIR-শুনানিতে৷ সূত্রের খবর, তাঁর ডান হাত-ডান পা অকেজো৷ অভিযোগ পরিবারের পক্ষ থেকে জানালেও হয়নি সুরাহা৷ শুনানি কেন্দ্রে পৌঁছতে চরম দুর্ভোগ পোহাতে হয় অশক্ত মহিলাকে৷ ৬ কিলোমিটার দূর থেকে কেন্দ্রে আসতে নাভিশ্বাস উঠেছে বলেই অভিযোগ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 6:17 PM IST









