WB Panchayet Election 2023 : চলছে বোমাবাজি, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি, ভোট শেষ হতেই ধুন্ধুমার কাণ্ড!

Last Updated:

WB Panchayet Election 2023 : ভোট পরবর্তী হিংসায় ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদ্মা এলাকায়।

কান্নার আর্তনাদ 
কান্নার আর্তনাদ 
দক্ষিণ দিনাজপুর : ভোট পরবর্তী হিংসায় ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদ্মা এলাকায়। ঘটনা খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। নেতৃত্বকে সামনে পেয়ে দলীয় মহিলা কর্মীরা আর্তনাদ কান্নায় ভেঙে পড়েন। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
স্থানীয় বিজেপি কর্মী সহ বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি থেকে শুরু করে একাধিকবার গুলিরও আওয়াজ পাওয়া যায় বলে অভিযোগ। এমনকি এলাকার স্থানীয় বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা যায় l
আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
এদিন ঘটনাস্থলে যেতেই বিজেপির কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারকে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে তার বিস্তারিত ভাবে জানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা আসতেই ব্যাপক কথোপকথনে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ গতকাল তারা ভোট দিতে পারেন।প্রথমদিকে ভোট ঠিকঠাক হলেও পরবর্তী সময় বিজেপি কর্মী সমর্থকদের বুথ কেন্দ্রের বাইরে বের করে দিয়ে বেদারে ছাপ্পা ভোট মারে বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হায় রে হায় ভোট! গনতান্ত্রিক উৎসবে শামিল হতে গিয়ে করুণ পরিণতি যুবকের
এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই এলাকা পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ রয়েছে খুব শীঘ্রই এই এলাকায় একটি পুলিশ ক্যাম্পের প্রয়োজন। পাশাপাশি, কেন্দ্রীয় এস টি ও এস সি কমিশনে এ বিষয়টি নিয়ে চিঠি লেখা হচ্ছে। তারা খুব শীঘ্রই এখানে এসে বিষয়টি যেন দেখে , এছাড়া এই এলাকার সাধারণ মানুষদের গণ স্বাক্ষর নিয়ে স্থানীয় ভিডিওর কাছে রিপল এর দাবি জানানো হবে বলে এদিন সুকান্ত বাবু জানান।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
WB Panchayet Election 2023 : চলছে বোমাবাজি, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি, ভোট শেষ হতেই ধুন্ধুমার কাণ্ড!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement