WB Panchayat Election 2023, South Dinajpur News: মুখে চওড়া হাসি, প্রথমবার ভোট দিতে এসে বিরাট উত্সাহ যুবক যুবতীদের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দক্ষিণ দিনাজপুর জেলায় এবারের পঞ্চায়েতে ভোটে নজর কাড়ছে নতুন প্রজন্মের ভোট ব্যাঙ্ক। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে নতুন ভোটারদের।
দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলায় এবারের পঞ্চায়েতে ভোটে নজর কাড়ছে নতুন প্রজন্মের ভোট ব্যাঙ্ক। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে নতুন ভোটারদের।
লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোট দিতে হয়তো অনেকেরই অসুবিধাগ্রস্থ হতে হয়, কিন্তু নতুন ভোটারদের ক্ষেত্রে তা যেন পুরোপুরি উল্টো।লম্বা লাইনে দাঁড়িয়ে চওড়া হাসি লক্ষ্য করা গেছে তাদের মুখে।
advertisement
জেলায় নতুন প্রজন্মের ভোটারের সংখ্যা প্রায় ২০ হাজার। সকলের বয়সই ২০ বছরের নীচে। যার সিংহভাগই এবার প্রথম ভোট দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
এবিষয়ে এক নতুন ভোটার বলেন,তাদের প্রথমবারের ভোটের অভিজ্ঞতা জানালো সংবাদমাধ্যমকে। এছর প্রথম ভোট খুব উৎসাহের সঙ্গে দিতে পেরে আমি খুব খুশি। পাশাপাশি, আমি আশা রাখছি আমাদের এলাকায় যিনি জয় লাভ করবেন তিনি যেন আমাদের সমাজের জন্য ভাল কাজ করেন। আমাদের সমস্ত গ্রামবাসীদের সব সমস্যার সমাধান করতে পারে।
advertisement
আরও পড়ুন: ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ দিনাজপুর
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েতে জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৫৭ হাজার ৭১৭ জন। তার মধ্যে ২০ বছরের নিচে রয়েছে ২০ হাজার ৫৩৪ জন।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 12:10 PM IST