WB Panchayat Elections Result 2023: এমনও হয়! মাত্র ১ ভোটে হারলেন আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি

Last Updated:

WB Panchayat Elections Result 2023: আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের আসনে বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক পরাজিত হলেন।মাত্র ১ ভোটে পরাজিত হয়েছেন বিজেপি সভাপতি।

মাত্র ১ ভোটে হারলেন আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি
মাত্র ১ ভোটে হারলেন আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের আসনে বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক পরাজিত হলেন। তৃণমূল প্রার্থী বিমল মোদকের কাছে তিনি হেরে যান।মাত্র ১ ভোটে পরাজিত হয়েছেন বিজেপি সভাপতি।
জানা যায়, তিনি ময়রাডাংগা গ্রাম পঞ্চায়েতের ১৩/১১৬ বুথে পরাজিত হয়েছেন। প্রথমে পঞ্চায়েত সমিতিতে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন ভূষণ মোদক। কিন্তু আসন সংরক্ষণের কারণে সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি। তারপর গ্রাম পঞ্চায়েতের আসনে লড়াই করতে নামেন তিনি।
advertisement
advertisement
কিন্তু সেই লড়াইয়ে ব্যর্থ হয়েই ফিরতে হচ্ছে আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি ভূষণমোদককে। এই হার নিয়ে তিনি জানান, “আমার কোনও আক্ষেপ নেই। এটা জনতার রায়। মেনে নিচ্ছি। গোটা জেলার দায়িত্ব ছিল আমার কাঁধে। সময় দিতে পাড়িনি নিজের প্রচারে।”
২০২১ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে খাতা খুলতে পারেনি রাজ্যের শাসকদল। সব ক’টি আসনই গিয়েছিল বিজেপির ঝুলিতে। কিন্তু তারপর থেকেই ক্রমশ ধাক্কা খাচ্ছে বিজেপি। ভোটের আগে প্রথমে বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সদলবলে যোগ দেন তৃণমূলে। তারপরেই ভূষণ মোদকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি।
advertisement
ঘটনাচক্রে, গঙ্গাপ্রসাদের পথ ধরেই দলবদল করে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালও। সেই আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি ভূষণ দাঁড়িয়েছিলেন ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হিসাবে। মঙ্গলবার ফলপ্রকাশ হলে দেখা গেল, মাত্র ১ ভোটে ভূষণকে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিমল মোদক। জানা যায় এর আগেও ২০১৩ সালে মাত্র ৩ ভোটে হেরেছিলেন তিনি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
WB Panchayat Elections Result 2023: এমনও হয়! মাত্র ১ ভোটে হারলেন আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement