Water Crisis: তপ্ত দুপুরে বাড়ি ছেড়ে বালতি হাতে পঞ্চায়েত অফিসের সামনে মহিলারা

Last Updated:

Water Crisis: তীব্র গরমে জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বেশি করে জল পান করতে। কিন্তু সেই জলেরই আকাল দেখা দিয়েছে বাঙালবাড়ি গ্রামের একাধিক এলাকায়

+
বালতি

বালতি হাতে মহিলারা

উত্তর দিনাজপুর: ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রায় যখন বেশিরভাগই বাড়িতে কিংবা অফিসে ফ্যান বা এসির নিচে বসে, তখন অবাক ঘটনা উত্তর দিনাজপুরের এক পঞ্চায়েত অফিসের সামনে। নিজেদের বাড়ি ছেড়ে তীব্র রোদে বালতি হাতে নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে ভিড় গ্রামের মহিলাদের। সকলের মুখে একটাই রা ‘জল জল, জল চাই’।
এইরকমই একটি দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে। তীব্র গরমে জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বেশি করে জল পান করতে। কিন্তু সেই জলেরই আকাল দেখা দিয়েছে বাঙালবাড়ি গ্রামের একাধিক এলাকায়। খাবারের জল থেকে স্নানের জল কিছুই নেই গ্রামে। গ্রামে কল থাকলেও জল উঠছে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।
advertisement
advertisement
বিক্ষোভকারী মহিলারা বলেন, প্রতিবছর এই সময় এলাকায় জলের সমস্যা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবার সমস্যার সমাধানে কোন‌ওরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। ভোটের প্রচারের সময় রাজনৈতিক নেতারা জলের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পঞ্চায়েতকেও তিনবার জানানো হয়েছে। কিন্তু জলের ব্যবস্থা করা হচ্ছে না। বাধ্য হয়ে পুকুরের নোংরা জল দিয়েই কাজ চালাতে হচ্ছে। যদিও ব্লক প্রশাসনের তরফে সমস্যার দ্রুত সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Water Crisis: তপ্ত দুপুরে বাড়ি ছেড়ে বালতি হাতে পঞ্চায়েত অফিসের সামনে মহিলারা
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement