Voter ID Card: কাদাযুক্ত নালার ধারে যা পড়ে আছে দেখে আবাক গোটা এলাকার মানুষ! শুরু রাজনৈতিক তরজা

Last Updated:

Voter ID Card: নালায় উদ্ধার গুচ্ছ ভোটার কার্ড। মাদারিহাটের রবীন্দ্রনগর থেকে দেওধারী যাওয়ার পথে একটি ছোট সেতুর নিচের নালায় পড়ে থাকতে দেখা যায় একের পর এক ভোটার কার্ড ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রাজ কর্মকার, মাদারিহাট:  নালায় উদ্ধার গুচ্ছ ভোটার কার্ড। মাদারিহাটের রবীন্দ্রনগর থেকে দেওধারী যাওয়ার পথে একটি ছোট সেতুর নিচের নালায় পড়ে থাকতে দেখা যায় একের পর এক ভোটার কার্ড । প্রথমে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে কার্ডগুলি।
কাদাযুক্ত নালার ধারে ছড়িয়ে থাকা কার্ড দেখে অবাক হয়ে যান সবাই। এরপর মুহূর্তে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট ৩৫টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এর মধ্যে ৩১টি মাদারিহাট এলাকার বাসিন্দাদের নামে, ২টি বীরপাড়া, ধূপগুড়ি ও নাগরাকাটার একটি করে কার্ড রয়েছে।
advertisement
advertisement
কিছু কার্ডে ফালাকাটা ব্লকের ঠিকানাও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে ভোটার কার্ডগুলো পুরনো ও অচল কিনা তা খতিয়ে দেখছে মাদারিহাট থানা। নালায় ভোটার কার্ড মেলায় তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Voter ID Card: কাদাযুক্ত নালার ধারে যা পড়ে আছে দেখে আবাক গোটা এলাকার মানুষ! শুরু রাজনৈতিক তরজা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement