Vishwakarma Puja 2023: ২০ বছর ধরে চলছে শিলিগুড়ির এই বিশ্বকর্মা পুজো, বাকি সব পুজোর চেয়ে আলাদা! কেন জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Vishwakarma Puja 2023: ২০ বছর ধরে চলে আসছে এই বিশ্বকর্মা পুজো! তবে একটু আলাদা! পুজোর আয়োজনে বৃহন্নলারা।
শিলিগুড়ি : শিলিগুড়ির বাগরাকোটে ধূমধাম করে বিশ্বকর্মা পুজো সারলো বৃহন্নলারা। জানা গিয়েছে, পাঁচ দিন ধরে চলে এই পুজো। আর এই ভাবেই ২০ বছর ধরে চলে আসছে বৃহন্নলাদের এই পুজো।
করোনার জেরে মাঝে দু’বছর বন্ধ থাকার পর ফের এই ধূমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে। সমাজ তাঁদের নীচু নজরে দেখলেও তাঁর কিন্তু সকলকে নিয়ে চলতে চায়,সকল উৎসবে তাঁরাও সমান ভাবে আনন্দ ভাগ করে নিতে চায়। তাই বিশ্বকর্মা পুজোয় সবার সঙ্গে এদিন আনন্দ ভাগ করে নিল বাগরাকোটের চাঁদনী, শিবানীরা।
advertisement
advertisement
এদিন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও ওর্য়াডের পুরমাতা অভয়া বোস তাদের পুজোর আনুষ্ঠানিক ফিতা কেটে সুচনা করেন।এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে আজ সারা দিন নানান অনুষ্ঠানের মধ্যে মেতে থাকবেন বৃহন্নলারা। আগামীকালও তারা ভান্ডারী পুজোর মধ্যে নানান কাজ করবেন।
advertisement
গৌতমবাবু বক্তব্য রাখতে গিয়ে জানান, ” সমাজে তারা সবসময় অবহেলিত হয়ে রয়েছে। তাঁরাও সমাজের অঙ্গ। আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।” বৃহন্নলাদের একজন শিবানী সরকার বলেন, “আমরা দীর্ঘ ২০ বছর ধরে এই পুজো করে আসছি। আমরা দুই দিন ধরে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজো উদযাপন করবো।”
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 6:51 PM IST

