Vishwakarma Puja 2023: ২০ বছর ধরে চলছে শিলিগুড়ির এই বিশ্বকর্মা পুজো, বাকি সব পুজোর চেয়ে আলাদা! কেন জানেন?

Last Updated:

Vishwakarma Puja 2023: ২০ বছর ধরে চলে আসছে এই বিশ্বকর্মা পুজো! তবে একটু আলাদা! পুজোর আয়োজনে বৃহন্নলারা।

বিশ্বকর্মা পুজো সারছেন বৃহন্নলারা
বিশ্বকর্মা পুজো সারছেন বৃহন্নলারা
শিলিগুড়ি : শিলিগুড়ির বাগরাকোটে ধূমধাম করে বিশ্বকর্মা পুজো সারলো বৃহন্নলারা। জানা গিয়েছে, পাঁচ দিন ধরে চলে এই পুজো। আর এই ভাবেই ২০ বছর ধরে চলে আসছে বৃহন্নলাদের এই পুজো।
করোনার জেরে মাঝে দু’বছর বন্ধ থাকার পর ফের এই ধূমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে। সমাজ তাঁদের নীচু নজরে দেখলেও তাঁর কিন্তু সকলকে নিয়ে চলতে চায়,সকল উৎসবে তাঁরাও সমান ভাবে আনন্দ ভাগ করে নিতে চায়। তাই বিশ্বকর্মা পুজোয় সবার সঙ্গে এদিন আনন্দ ভাগ করে নিল বাগরাকোটের চাঁদনী, শিবানীরা।
advertisement
advertisement
এদিন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও ওর্য়াডের পুরমাতা অভয়া বোস তাদের পুজোর আনুষ্ঠানিক ফিতা কেটে সুচনা করেন।এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে আজ সারা দিন নানান অনুষ্ঠানের মধ্যে মেতে থাকবেন বৃহন্নলারা। আগামীকালও তারা ভান্ডারী পুজোর মধ্যে নানান কাজ করবেন।
advertisement
গৌতমবাবু বক্তব‍্য রাখতে গিয়ে জানান, ” সমাজে তারা সবসময় অবহেলিত হয়ে রয়েছে। তাঁরাও সমাজের অঙ্গ। আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।” বৃহন্নলাদের একজন শিবানী সরকার বলেন, “আমরা দীর্ঘ ২০ বছর ধরে এই পুজো করে আসছি। আমরা দুই দিন ধরে অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজো উদযাপন করবো।”
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Vishwakarma Puja 2023: ২০ বছর ধরে চলছে শিলিগুড়ির এই বিশ্বকর্মা পুজো, বাকি সব পুজোর চেয়ে আলাদা! কেন জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement