Viral Video: জঙ্গল ছেড়ে সোজা গ্রামের পথে দুলকি চালে গজরাজ! এক চিলতে মন ভাল করা ভিডিও, ভাইরাল
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Viral Video: স্থানীয় এক যুবক কৌশলে হাতিটি এগিয়ে আসার দৃশ্য রেকর্ড করছেন তাঁর মুঠোফোনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল পারাপারের সময় হঠাৎই দলছুট হয়ে রাস্তা ভুলে শ্রমিক লাইনে ঢুকে পড়ে গজরাজ।
জলপাইগুড়ি: জঙ্গল ছেড়ে শ্রমিক মহল্লায় গজরাজ, আতঙ্কিত ডুয়ার্সের বাসিন্দারা। আচমকাই ডুয়ার্সের বানারহাটের রেড ব্যাঙ্ক চা বাগান এলাকায় ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক দলছুট হাতি। সরু রাস্তা দিয়ে বিশাল আকৃতি ওই হাতির হেঁটে যাওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওটি স্থানীয় এক যুবক কৌশলে হাতিটি এগিয়ে আসার দৃশ্য রেকর্ড করছেন তাঁর মুঠোফোনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল পারাপারের সময় হঠাৎই দলছুট হয়ে রাস্তা ভুলে শ্রমিক লাইনে ঢুকে পড়ে গজরাজ। হাতিটিকে লোকালয়ে ঢুকতে দেখা মাত্রই চাঞ্চল্য ছড়ায়। মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে ভিড় জমে যায়। সেই সঙ্গে আতঙ্কে ছোটছুটি পড়ে যায় শ্রমিক মহল্লায়।
advertisement
আরও পড়ুনঃ দুর্যোগের রণডঙ্কা! মুহূর্তে নামবে আকাশভাঙা বৃষ্টি, ১০ জেলায় মেগা অ্যালার্ট জারি, দোসর উত্তাল হাওয়া
ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, রাস্তায় শুঁড় তুলে হেঁটে আসছে গজরাজ। দু’পাশে সবুজ ঘন গাছের দিকে এগিয়ে এসেই হাঁক পেরে চলে যাচ্ছে অন্যদিকে। এলাকায় আতঙ্ক ছড়ালেও এদিনের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা আহতের খবর নেই।
advertisement
আরও পড়ুনঃ কালিয়াচকে রোজ রোজ ঘটছে কী! হাওয়ায় উড়ছে লক্ষ-কোটি টাকা! ঘটনায় হাঁ তদন্তকারীরা, গ্রেফতার ৩
পরিবেশপ্রেমী বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্রমাগত জঙ্গল দখল করে লোকালয়ে পরিণত হওয়ার ফলেই বন্যপ্রাণ এবং মানুষের সংঘাত বাড়ছে। খবর পেয়ে এদিন বন দফতরের তরফে টহলদারির আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 8:25 PM IST