Viral News: সন্তান রইল বাবার কাছেই, চুক্তি করে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন ধূপগুড়ির যুবক!

Last Updated:

Viral News: গত সাত বছর যাবত প্রেম, বিয়ে, স্ত্রী সন্তান সহ সংসার করার পর এভাবে চুক্তিতে প্রেমিকের হাতে স্ত্রী তুলে দেওয়ার ঘটনায় দৃশ্যতই কিছুটা ভেঙে পড়তে দেখা যায় যুবক স্বামীকে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
রকি চৌধূরী, ধূপগুড়ি: স্ত্রীর প্রেমেই শিলমোহর দিলেন বছর চব্বিশের যুবক স্বামী। রীতিমতো দশজন সাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে, প্রেমিকের হাতে তুলে দিলেন স্ত্রীকে। পাঁচ বছর সংসার করা যে স্ত্রীর সঙ্গে, তাঁর এক বছরের প্রেমকে স্বীকৃতি দিলেন যুবক স্বামী৷ চুক্তি অনুসারে বছর তিনেকের শিশু সন্তান স্বামীর কাছে রেখেই প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন যুবতী বধূ। গত সাত বছর যাবত প্রেম, বিয়ে, স্ত্রী সন্তান সহ সংসার করার পর এভাবে চুক্তিতে প্রেমিকের হাতে স্ত্রী তুলে দেওয়ার ঘটনায় দৃশ্যতই কিছুটা ভেঙে পড়তে দেখা যায় যুবক স্বামীকে।
তবে প্রেম বা স্ত্রী হারানো পরাজিত একজনের বদলে ভালোবাসার চির চেনা ফর্মুলায় অন্যের খুশিতে আনন্দ খুঁজে পাওয়া যুবক বলেন, ”যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য সে নিজেই যখন থাকতে চাইছে তখন সমস্যা বাড়িয়ে কী হবে। আমি চিরকাল ওকে ভাল রাখতে চেয়েছি। যদি সেটা এভাবে হয়, তাহলে সেটাই না হয় হোক।”
advertisement
advertisement
এই লভ ট্রায়াঙ্গেলের তিন চরিত্রই ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়া এলাকায় বাসিন্দা। গল্পের শুরুটা অবশ্য বছর পাঁচেক আগে। শিলিগুড়ি সংলগ্ন বাতাসি এলাকার যুবতীর সঙ্গে বছর দুয়েকের প্রেমের সুবাদে পালিয়ে বিয়ে সংসার পাতেন পেশায় টোটোর মেকানিক ভেমটিয়ার যুবক। তিন চাকার ব্যাটারিচালিত যানের ছোট বড় সব সমস্যা যার নখদর্পণে, সেই তিনিও ঘুণাক্ষরেও টের পাননি একদা প্রেমিকা তথা ঘরণীর মনের গ্যাঁড়াকল।
advertisement
এই ফাঁকে বছর খানেক যাবত সেই মনে পাকাপাকি ভাবে বাসা বেঁধেছিল এলাকারই আরেক যুবক। ছোটখাটো ব্যবসা করার ফাঁকে তরুণী বধূর সঙ্গে জমে উঠেছিল তার প্রেম। মেলামেশা গভীরতর হলেও এতদিন টের পাননি কেউই। গোল বাঁধে ঘন কুয়াশার আড়ালে গভীর রাতে অভিসারে আসা প্রেমিককে বধূর পরিবারের লোকেরা দেখে ফেলায়। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে মন দেওয়া নেওয়ার পুরো ঘটনাই। খবর পেয়ে ছুটে আসেন বধূর বাপের বাড়ির লোকেরাও। যুবক স্বামী স্পষ্ট জানিয়ে দেন টানা সাত বছরের সম্পর্কেই থাকতে চান তিনি। তবে বেঁকে বসেন বধূ।
advertisement
দাম্পত্য এবং প্রেমের টানাপোড়েনে শেষ পর্যন্ত স্ত্রীর ইছেতেই মত দেন যুবক। দুই পরিবার এবং এলাকার মাতব্বরদের উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে চুক্তি করে স্ত্রীকে প্রেমিক যুবকের হাতে তুলে দেওয়া হয়। কাছাকাছি একটি মন্দিরে বিয়ে করে নতুন সংসারযাত্রা শুরু করেন দুজনে। মেয়ের সিদ্ধান্তে সায় নেই বলেই জোড়াল দাবি করেছেন বধূর বাবা মা। সংসারে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়ে বধূ বলেন, ”হঠাৎ করে কিছু হয়নি। এক বছর ধরে আমরা দুজন একে অপরকে ভালোবাসি। মন যখন আমার, তখন সিদ্ধান্তও আমারই হওয়া উচিৎ। সন্তানকে নিজের কাছে রাখতে চাইলেও ওরা সেটা মানেনি।”
advertisement
প্রেমিকার সিদ্ধান্তকে সম্মান দিয়ে নতুন সংসার পাতা প্রেমিক যুবককের বক্তব্য, ”বছর খানেকের সম্পর্ক হলেও মাস আটেক যাবত মেলামেশা গভীরতর হয়েছে। ওকে এ নিয়ে কয়েকবার বুঝিয়েছি, তবে শেষ পর্যন্ত ও যেটা চাইছে সেটা মেনে আমিও ওর সঙ্গেই সংসার করতে চাই। এই কারণে সকলে লিখিত চুক্তির কথা বলায় আমিও রাজি হই। আমরা দুজনই দুজনকে ভালো রাখব।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral News: সন্তান রইল বাবার কাছেই, চুক্তি করে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন ধূপগুড়ির যুবক!
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement