Coochbehar News: কীর্তনের আসরে দেওয়া প্রসাদ খেয়ে বিপত্তি, হাসপাতালে ছুটতে হল সবাইকে

Last Updated:

পুজোর প্রসাদ খেয়ে গ্রামের বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙা-২ ব্লকের বিডিও, ঘোকসাডাঙা থানার ওসি, বিএমওএইচ সহ মেডিকেল টি

মাথাভাঙা হাসপাতাল
মাথাভাঙা হাসপাতাল
কোচবিহার: কীর্তনের আসরে দেওয়া প্রসাদ খেয়ে বিপত্তি। একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল গ্রামের প্রায় ৯২ জন। এর মধ্যে প্রায় ১৪ জন শিশুও আছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউয়াগুড়ির হরিমন্দির এলাকায়। অসুস্থদের মধ্যে অনেককে ঘোকসাডাঙা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসায় চলছে।
আরও পড়ুন: আবারও ভিন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু
পুজোর প্রসাদ খেয়ে গ্রামের বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙা-২ ব্লকের বিডিও, ঘোকসাডাঙা থানার ওসি, বিএমওএইচ সহ মেডিকেল টিম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ হয়ে পড়লেও দ্রুত চিকিৎসার ফলে বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুইডাঙার বাসিন্দা বাণেশ্বর দেবসিংহের বাড়িতে কীর্তনের আসর বসেছিল। কীর্তন শেষে কীর্তন শুনতে আসা সকলের জন্য প্রসাদের আয়োজন করা হয়। সেখানে প্রসাদের মধ্যে ছিল দই-চিঁড়ে, খিচুড়ি ও তরকারি। সবাই প্রসাদ খেয়ে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর থেকেই শুরু হয় শারীরিক সমস্যা। যারা প্রসাদ খেয়েছিল তাঁদের অনেকেই পেট ব্যাথা, পেটে অস্বস্তি বোধ করতে থাকেন। বমি হতে থাকে। প্রাথমিকভাবে প্রায় ৪০ জন নানান উপসর্গ নিয়ে ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। পরবর্তী সময়ে সেই সংখ্যা বাড়তে শুরু করে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রসাদ থেকে ফুড পয়েজেনিং হয়ে গিয়েছিল তাই এমন অবস্থা।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: কীর্তনের আসরে দেওয়া প্রসাদ খেয়ে বিপত্তি, হাসপাতালে ছুটতে হল সবাইকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement