Vande Bharat: বন্দে ভারতকে ঘিরে প্রবল যাত্রী বিক্ষোভ এনজেপি স্টেশনে! কী এমন ঘটল জানেন?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Vande Bharat: ইঞ্জিনে গোলযোগ, দেরিতে ছাড়ল বন্দে ভারত! যাত্রী বিক্ষোভে উত্তাল এনজেপি স্টেশন।
জলপাইগুড়ি: ইঞ্জিনে গোলযোগ, নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়ল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। এর প্রতিবাদে যাত্রী বিক্ষোভে উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন।
যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে সকাল ছ’টা দশ মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরিতে, সাড়ে নটা নাগাদ ওই ট্রেন ছাড়ে।
advertisement
advertisement
রেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণেই নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি বন্দে ভারত। এদিকে ট্রেন দেড়িতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। শুধু তাই নয়। ট্রেন দেড়িতে ছাড়ার কথা রেলের আধিকারিকদের যাত্রীরা জিজ্ঞেস করতে গেলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।
—- সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 1:06 PM IST