Valentine Special Menu: স্যালমন মাছের পদে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন! দুটিতে জুটি বেঁধে চুটিয়ে পেট পুজো

Last Updated:

চমক হিসেবে মেনুতে নতুন যুক্ত হয়েছে ইন্ডিয়ান স্যালমন ফিস। সঙ্গে থাকছে আলু পোস্ত, পটল পোস্ত, পাঁচমিশালি সব্জি, চাটনি-পাঁপড়, রাবড়ি, রসগোল্লা, মটন, চিকেন আরও কত কী!

+
প্রতিকী

প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)

কোচবিহার: কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। সেই প্রবাদ থেকে ভালোবাসা সপ্তাহ’ই বা বাদ পড়ে কেন। ভ্যালেন্টাইন্স উইক বা ভ্যালেন্টাইন্স সপ্তাহ উপলক্ষে এই রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব মাছের পদ। তাই আর দেরি না করে নিজের প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানে। ভারতীয় থেকে কন্টিনেন্টাল, নানান মাছের পদে দুটিতে জুটি বেঁধে রসনা তৃপ্তি হোক।
কোচবিহার শহরের এক নামী রেস্তোরাঁ প্রেম সপ্তাহ উপলক্ষে আকর্ষণীয় সব মেনু নিয়ে হাজির। শুক্তো থেকে শুরু করে আলু পোস্ত, পটল পোস্ত, পাঁচমিশালি সব্জি, চাটনি-পাঁপড়, রাবড়ি, রসগোল্লা, মটন, চিকেন আরও কত কী! পাশাপাশি চমক হিসেবে মেনুতে নতুন যুক্ত হয়েছে ইন্ডিয়ান স্যালমন ফিস।
advertisement
advertisement
রেস্তোরাঁর কর্ণধার তনুজি‍ত গুহ জানান, ভ্যালেন্টাইন সপ্তাহের বিশেষ আকর্ষণ হিসেবে মেনুতে আছে ইন্ডিয়ান স্যালমন ফিস। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে জেলায় তাঁরাই প্রথম এই পদ নিয়ে এসেছেন বলে দাবি করেন। এছাড়াও আরও বিশেষ আকর্ষণীয় অফার থাকছে। তাঁদের এই রেস্তরাঁর মধ্যে ভেজ থালির দাম শুরু মাত্র ৯৫ টাকা থেকে। আর নন ভেজ থালির দাম শুরু হচ্ছে ১২০ টাকা থেকে। সব খাবারেই থাকছে একেবারে খাঁটি বাঙালি রান্নার স্বাদ। সমস্ত পদেরই দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কোচবিহার শহরে দীর্ঘদিন কোন‌ও ভাল বাঙালি খাবারের রেস্তোরাঁ ছিল না। কিন্তু এটি চালু হওয়ার পর দীর্ঘদিনের সেই আক্ষেপ পূরণ হয়েছে খাদ্য রসিকদের। ফলে ক্রমশই ভিড় বাড়ছে মানুষের।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Valentine Special Menu: স্যালমন মাছের পদে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন! দুটিতে জুটি বেঁধে চুটিয়ে পেট পুজো
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement