Uttar Dinajpur: দেড় বিঘা জমি নিয়েই যত কাণ্ড! ভয়াবহ সংঘর্ষ দুই পক্ষের, জখম ৯
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জমি বিবাদকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। দুই পক্ষের সংঘর্ষে জখম ৩ মহিলা-সহ ৯ জন।
উত্তর দিনাজপুর: জমি বিবাদকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। দুই পক্ষের সংঘর্ষে জখম ৩ মহিলা-সহ ৯ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মিশ্রিগছ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বিঘা জমি নিয়ে জমিরুদ্দিন সঙ্গে মহম্মদ মুসলিমের বিবাদ চলছিল। সেই বিবাদই চরম পর্যায়ে পৌঁছায়।মুসলিমের লোকজন ওই জমিতে চাষ করতে গেলে জমিরুদ্দিনের লোকজন বাধা দিতে চায়।
advertisement
এই ঘটনায় দুই পক্ষের ৩ মহিলা-সহ মোট ৯ নয়জন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংঙ্কাজনক। আহত ব্যক্তিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
advertisement
দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 6:19 PM IST