অনলাইনে ঘরে বসেই কাটা যাবে টিকিট...! 'আনরিজার্ভড' টিকিট বুকিংয়ে বড় বদল, জেলায় জেলায় UTS মাধ্যমে টিকিট কাটায় জোর রেলের

Last Updated:

বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী মনীশ কুমার গুপ্তের নির্দেশনায়, নিউ ফারাক্কা রেল স্টেশনে একটি বিশেষ সচেতনতামূলক প্রচার পরিচালনা করেছে পূর্ব রেলের মালদহ বিভাগ। এই পদ্ধতিতে সুবিধাজনক এবং ডিজিটাল টিকিটিংয়ের জন্য ইউটিএস অন মোবাইল অ্যাপ

'আনরিজার্ভড' টিকিট বুকিংয়ে বড় বদল
'আনরিজার্ভড' টিকিট বুকিংয়ে বড় বদল
মালদহ: বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী মনীশ কুমার গুপ্তের নির্দেশনায়, নিউ ফারাক্কা রেল স্টেশনে একটি বিশেষ সচেতনতামূলক প্রচার পরিচালনা করেছে পূর্ব রেলের মালদহ বিভাগ। এই পদ্ধতিতে সুবিধাজনক এবং ডিজিটাল টিকিটিংয়ের জন্য ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে।
প্রচার চলাকালীন, বাণিজ্যিক পরিদর্শক এবং চেকিং কর্মীরা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ডাউনলোড, রেজিস্ট্রেশন এবং বুকিংয়ের- জন্য ধাপে ধাপে প্রক্রিয়া দেখিয়ে দেন তাঁরা। এই পদ্ধতির মাধ্যমে যাত্রীদের কোনওরকম ঝঞ্ঝাট ছাড়া মোবাইল টিকিটিংয়ের অভিজ্ঞতার পেতে উৎসাহিত করা হয়েছে স্টেশনে ১২০ জনেরও বেশি যাত্রীর স্মার্টফোনে ইউটিএস অ্যাপটি সফলভাবে ইনস্টল করা হয়।
advertisement
advertisement
এই অভিযানে UTS অ্যাপের মূল সুবিধাগুলি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে:• R-Wallet রিচার্জে 3% বোনাস• টিকিট কাউন্টারে লাইন এড়ানো• কাগজবিহীন এবং নগদহীন টিকিটিং• ভ্রমণ, প্ল্যাটফর্ম এবং সিজন টিকিটের জন্য বুকিং সুবিধা• মোবাইলে ডিজিটাল টিকিটের তাৎক্ষণিক অ্যাক্সেস দেওয়া ইত্যাদি।
advertisement
এই উদ্যোগটি ডিজিটাল টিকিটিং বিকল্পগুলির আরও সম্প্রসারণ করে এবং প্রযুক্তি-চালিত, ব্যবহারকারী-বান্ধব রেল পরিষেবার মাধ্যমে যাত্রীদের সুবিধা বৃদ্ধি করে ডিজিটাল ইন্ডিয়া মিশনের প্রতি মালদহ বিভাগের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ইউটিএস (UTS) মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন বা অফলাইনে ট্রেনের অসংরক্ষিত (unreserved) টিকিট বুক করা যায়। অ্যাপটির মাধ্যমে আপনি সাধারণ, সিজন, বা প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারেন এবং পেমেন্ট করতে পারেন।
advertisement
এর ফলে অনলাইনে এখন আরও সহজেই ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে। ইউটিএস (আনরিজ়ার্ভড টিকিট বুকিং সিস্টেম) অ্যাপের মাধ্যমে যে কোনও জায়গায় বসে কাটা যাবে ট্রেনের টিকিট। স্টেশন থেকে ২০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও জায়গা থেকে টিকিট কাটলেও সমস্যা নেই।
এত দিন ২০ কিলোমিটারের যে সীমাবদ্ধতা ছিল, তা তুলে নিল পূর্ব রেল। ফলে বাড়িতে বসেও এখন সহজেই কাটা যাবে যে কোনও স্টেশন থেকে ট্রেনে চড়ার টিকিট। শুধু প্ল্যাটফর্ম বা ট্রেনে বসেই এই ইউটিএস অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট কাটা যাবে না। চাইলে কেটে নেওয়া যাবে সিজ়ন টিকিট। অর্থাৎ, নিত্যযাত্রীরা চাইলে একসঙ্গে এক, তিন বা ছ’মাসের টিকিট প্ল্যাটফর্মে বা ট্রেনে চড়েও কেটে নিতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অনলাইনে ঘরে বসেই কাটা যাবে টিকিট...! 'আনরিজার্ভড' টিকিট বুকিংয়ে বড় বদল, জেলায় জেলায় UTS মাধ্যমে টিকিট কাটায় জোর রেলের
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement