Bangla News: কলা গাছের পেট থেকে বেরিয়ে এসেছে মোচা, দেখেই পুজো শুরু স্থানীয়দের, অদ্ভূত কাণ্ড

Last Updated:

Bangla News: গাছের পেট থেকে বেরিয়ে আসছে মোচা, এ বড়ই বিরল দৃশ্য। শুনে অবাক লাগলেও মানতেই হবে এটা কোনও গল্পকথা নয়।

+
title=

জলপাইগুড়ি: কলা গাছে মোচা হবে, কলা হবে, গোড়ায় থোর হবে এমনটা খুব স্বাভাবিক আর সাধারণ ব্যাপার। কিন্তু তাই বলে কান্ডের তথা গাছের পেট থেকে বেরিয়ে আসছে মোচা, এ বড়ই বিরল দৃশ্য। শুনে অবাক লাগলেও মানতেই হবে এটা কোনও গল্পকথা নয়।
সম্প্রতি জলপাইগুড়ির বামন পাড়ার রত্না সরকারের বাড়িতে এই বিরল দৃশ্য চোখে পড়তেই চোখ কপালে ওঠে স্থানীয়দের। স্বাভাবিক ভাবেই তা চাক্ষুস করতে ভিড় জমায় অনেকেই। মুখে মুখে নানাকথা চাউর হতে বেশি সময় লাগেনি। কেউ কেউ শুরু করে দেন পুজো। কিন্তু কেন এইভাবে একটা কলা গাছে মাঝখান দিয়ে মোচা বেরিয়ে এসেছে?
আরও পড়ুনঃ মিড ডে মিলে কব্জি ডুবিয়ে ইলিশ-চিংড়ি! পুজোর ছুটির মুখে বেজায় খুশি পড়ুয়ারা
এ প্রসঙ্গে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড: রাজা রাউত বলেন, এটি কোনও বিরল বা অলৌকিক ঘটনা নয়। আমাদের মধ্যে অনেকেই যেমন কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় ঠিক তেমন এই কলা গাছের ক্ষেত্রেও কোনও জন্মগত ত্রুটির কারণেই গাছটির মাঝখান দিয়ে নতুন ফুল বা মোচা বেরিয়ে এসেছে।
advertisement
advertisement
রত্না সরকার, গাছের মালিক জানান, এই সব গাছ আমিই লাগিয়েছি। এমন দৃশ্য আগে দেখিনি। পুজো দিলাম কারণ এখানে বিষ্ণু অবতারের অবস্থান রয়েছে।বাড়ির কর্তা পেশায় শিক্ষক সুব্রত সরকার বলেন, হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর স্ত্রী এই দৃশ্য দেখাল। তারপর থেকে পুজো করি ধুপকাঠি জ্বালিয়ে রাখি কলা গাছের সামনে। অনেক লোকজন এসে ভিড় করে বাড়িতে এই দৃশ্য দেখার জন্য।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: কলা গাছের পেট থেকে বেরিয়ে এসেছে মোচা, দেখেই পুজো শুরু স্থানীয়দের, অদ্ভূত কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement