Durga Puja 2023: মিড ডে মিলে কব্জি ডুবিয়ে ইলিশ-চিংড়ি! পুজোর ছুটির মুখে বেজায় খুশি পড়ুয়ারা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Mid day meal: উৎসবের আমেজে ছাত্র-ছাত্রীদের পাতে ইলিশ, চিংড়ি। এমনই অভিনব উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগণার ফলতা প্রাথমিক বিদ্যালয়।
ফলতা: উৎসবের আমেজে ছাত্র-ছাত্রীদের পাতে ইলিশ, চিংড়ি। এমনই অভিনব উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগণার ফলতা প্রাথমিক বিদ্যালয়। পুজোর ঢাকে কাঠি অনেকদিন আগেই পড়ে গিয়েছে, আকাশে বাতাসে পুজোর আমেজ আর এই পুজোর আমেজকে গায়ে মেখে পুজোর ছুটির আগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে উৎসব উদযাপন করল ফলতা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা।
ছাত্রছাত্রীদের নিয়ে পুজো পরিক্রমার পাশাপাশি মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে ইলিশ ও চিংড়ি মাছের ভোজের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এই দিন ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ফলতা এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর দুপুরে মধ্যাহ্নভোজনে স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য মহাভোজের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল ইলিশ ও চিংড়ি।
advertisement
আরও পড়ুনঃ বিরাট সিদ্ধান্ত! পুজোর ৫দিন শহরে চলবে না কোনও টোটো! ঠাকুর দেখুন বিকল্প উপায়ে
স্কুল কর্তৃপক্ষর এই অভিনব উদ্যোগ দেখে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। ফলতা এলাকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী কিংবা দিনমজুর। পুজোর দিনে অন্যান্যদের মতো আনন্দে মেতে উঠতে পারে না পরিবারগুলি। স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের শিক্ষক মন্ডলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। এ বিষয়ে স্কুলের এক ছাত্রী বলেন, পুজোর দিনে পরিবারের সঙ্গে আমরা ঠাকুর দেখতে বেরোই কিন্তু এই স্কুলের স্যারদের উদ্যোগে আমরা স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার খুব ভালো লাগছে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জানান, ছাত্র ছাত্রীরা আমাদের পরিবারের সদস্য। আজ বিদ্যালয় পঠন-পাঠনের পর পুজোর ছুটি পড়ে যাবে । তাই ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা ফলতা এলাকার বিভিন্ন মণ্ডপ পরিক্রমা করি। ছাত্রছাত্রীরা খুব খুশি।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: মিড ডে মিলে কব্জি ডুবিয়ে ইলিশ-চিংড়ি! পুজোর ছুটির মুখে বেজায় খুশি পড়ুয়ারা