উত্তরবঙ্গ সফরে মঞ্চেই অসুস্থ নিতিন গড়কড়ী, কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত চার-লেনের ১৩ কিমি দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন তিনি। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে অনুষ্ঠান চলাকালীন-ই অসুস্থ বোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
#শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসে মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী। বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত চার-লেনের ১৩ কিমি দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন তিনি। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে অনুষ্ঠান চলাকালীন-ই অসুস্থ বোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে ডাক্তার আসেন, মন্ত্রীকে পরীক্ষা করা হয়। বিজেপির এক নেতা জানান, '' কেন্দ্রীয় মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় আচমকা অসুস্থ হয়ে পড়েন।'' জানা যায়, প্রাথমিক চিকিৎসায় নিতিন গড়কড়ীকে স্যালাইন দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। পুলিশ কমিশিনার অখিলেশ চতুর্বেদী দেখতে আসেন মন্ত্রীকে। সাংসদ রাজু বিস্তা জানান, '' কেন্দ্রীয় মন্ত্রী জেড প্লাস নিরাপত্তায় থাকেন, খাবারের আগে ওঁর রুটিন চেক-আপ হয়। উনি সুগারের রোগী। এখন ভাল আছেন।''
শিলিগুড়ির অনুষ্ঠান শেষে ডালখোলা যাওয়ার কথা ছিল গড়কড়ীর। রাজু বিস্তা জানান, '' মন্ত্রী ডালখোলার কর্মসূচীতে যোগ দেবেন না, ভিডিও কনফারেন্সে সূচনা করবেন আনুষ্ঠানের, তবে শেষ অনুষ্ঠানে স্বশরীরে থাকবেন।''
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 2:16 PM IST