চা বাগানে শিক্ষাক্ষেত্রে আশার আলো! ডাক্তারি পড়তে যাচ্ছে দুই পড়ুয়া
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
শিক্ষাক্ষেত্রে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। চা বাগানের শ্রমিক পরিবারের মেধাবী পড়ুয়ারা আবারও তা প্রমাণ করেছে। তারা কঠিন পরিস্থিতি এবং আর্থিক অভাব সত্ত্বেও নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়তে চলেছে। স্বপ্ন ডাক্তার হয়ে চা বাগানের মানুষদের পরিষেবা দেওয়ার।
কালচিনি, অনন্যা দে: শিক্ষাক্ষেত্রে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। চা বাগানের শ্রমিক পরিবারের মেধাবী পড়ুয়ারা আবারও তা প্রমাণ করেছে। তারা কঠিন পরিস্থিতি এবং আর্থিক অভাব সত্ত্বেও নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়তে চলেছে। স্বপ্ন ডাক্তার হয়ে চা বাগানের মানুষদের পরিষেবা দেওয়ার।
এবছরও আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগান এলাকার শ্রমিক পরিবারের দুই সন্তান নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের নাম গুড্ডি ওরাওঁ এবং অরূপ ওঁরাও। চুয়াপাড়া চা বাগানের চা শ্রমিকদের সন্তান তারা। চুয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দারা গর্বিত তাঁদের জন্য। আর্থিক পরিস্থিতি ঠিক না থাকার কারণে মোবাইলে ইউটিউব দেখে পড়াশোনা করেছে এই দুই পড়ুয়া। এই বিষয়ে গুড্ডি ওরাওঁ বলেন, ” আমি গত বছরও নিট পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেই সময় সাফল্য পাইনি। এই বছর আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি এবং আমি পরীক্ষায় উত্তীর্ণও হয়েছি। বাবা-মা আমার জন্য অনেক সংগ্রাম করেছেন। পরীক্ষার জন্য আমারও কোচিং দরকার ছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমি কেবল মোবাইলে দেখে পড়াশোনা করেছি। অনেক সমস্যার মুখোমুখি হয়েও আমি হাল ছাড়িনি। অবশেষে আমি সাফল্য পেয়েছি।”
advertisement
এই বিষয়ে অরূপ ওঁরাও বলেন, “আমি আমার বাবা-মায়ের সাহায্যে কঠোর পরিশ্রম করেছি এবং আমি এই সাফল্য পেয়েছি। আমি শুধু এটুকু বলতে চাই যে, জীবনে উত্থান-পতন আসবেই, আমাদের হাল ছাড়া উচিত নয়।”
advertisement
সংগ্রামময় জীবনে এই চা বাগানের পড়ুয়ারা দেখাচ্ছে এক নতুন দিগন্ত। গুড্ডি, অরূপদের দেখে এলাকার আরও পড়ুয়ারা সফলতার সিঁড়িতে উঠবে আশা এলাকাবাসীদের। নিট পরীক্ষায় সফল অরূপ ডাক্তারি পড়তে যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবং গুড্ডি পড়বে কোচবিহার মেডিকেল কলেজে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2025 8:01 PM IST







