কাজে যাওয়া আর হল না, লরির ধাক্কায় মৃত্যু ২ শ্রমিকের
Last Updated:
সাত সকালে বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু পৌঁছনো আর হল না ৷ মাঝপথেই পথ দির্ঘটনা কেড়ে নিল দু’টি তাজা প্রাণ ৷ লরির ধাক্কায় মৃত্যু হল দুই শ্রমিকের ৷
#ইংরেজবাজার: সাত সকালে বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু পৌঁছনো আর হল না ৷ মাঝপথেই পথ দির্ঘটনা কেড়ে নিল দু’টি তাজা প্রাণ ৷ লরির ধাক্কায় মৃত্যু হল দুই শ্রমিকের ৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার এলাকার বাধাপুকুরে ৷ প্রতিদিনের মতো আজও ৩৪ নং জাতীয় সড়ক ধরে বাইকে চড়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন দুই শ্রমিক ৷ বাইকে চড়ে কাজে যাওয়ার সময়ই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রন হারিয়ে হঠাৎই বাইকের পিছনে ধাক্কা মারে লরিটি ৷ সঙ্গে সঙ্গে ছিটকে যান বাইক আরোহী ওই দুই শ্রমিক ৷ দুই যাত্রীর কারও মাথাতেই হেলমেট না থাকায় আঘাত লাগে মাথাতেই ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷
advertisement
পুলিশ এসে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2018 9:29 AM IST