দুই নাবালিকা পড়ুয়া ধর্ষণে অভিযুক্ত স্কুলের শিক্ষক পলাতক
Representational Image
ফের নাবালিকা ধর্ষণের মত ঘৃণ্য ও ভয়াবহ ঘটনা সামনে এলো, এবার এই ভয়াবহ দুর্ঘটনার শিকার উত্তর দিনাজপুর ৷ উত্তর দিনাজপুরের কর্ণজোড়া প্রাথমিক বিদ্যালয়ের দুই পড়ুয়াকে ধর্ষণ করলেন স্কুলেরই এক শিক্ষক ৷
#কর্ণজোড়া: ফের নাবালিকা ধর্ষণের মত ঘৃণ্য ও ভয়াবহ ঘটনা সামনে এলো, এবার এই ভয়াবহ দুর্ঘটনার শিকার উত্তর দিনাজপুর ৷ উত্তর দিনাজপুরের কর্ণজোড়া প্রাথমিক বিদ্যালয়ের দুই পড়ুয়াকে ধর্ষণ করলেন স্কুলেরই এক শিক্ষক ৷আরও পড়ুন : কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিঅভিযুক্ত শিক্ষক দুই ছাত্রীর শ্লীলতাহানী ও ধর্ষণ করে ভয় দেখান ঘটনার ব্যাপারে কাউকে বললে প্রাণে মেরে ফেলবেন ঐ দুই ছাত্রীকে ৷নির্যাতিতার পরিবার কর্ণজোড়া থানায় এফআইআর দায়ের করেছেন ৷কর্ণজোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন সমগ্র ঘটনা রায়গঞ্জের সাব ইনস্পেকটরকে জানানো হয়েছে ৷