Fake Lottery: জাল লটারি টিকিট বিক্রি করতে এসে হাতেনাতে ধরা, রক্ষা পেল না দুই প্রতারক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে ওই দুজনের নাম বাসুদেব সরকার এবং পুতুল সাহানি। তারা আগেও এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।
রকি চৌধুরী, মালবাজার: জাল লটারি টিকিট বিক্রি করতে এসে হাতে হাতে ধরা পড়ল দুই ‘প্রতারক’। তাদেরকে খুটিতে বেঁধে দেওয়া হল বেধড়ক মার। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুইজনকে। জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির ঘটনা।
জানা গিয়েছে, এদিন দুই ব্যক্তি কিছু লটারির টিকিট নিয়ে ওদলাবাড়ির টাউনশিপ এলাকার একটা লটারি বিক্রেতার কাছে আসে। টিকিটগুলি দেখে সন্দেহ হয় সেই লটারি বিক্রেতার । তাকে দোকান মালিক জিজ্ঞাসাবাদ করলে কথায় অসংগতি মিলে। অবস্থা বেগতিক বুঝে ওই দুই ব্যক্তি সেখান থেকে চম্পট দেয়। পিছু নিয়ে তাদের আটক করে ওই লটারি বিক্রেতা ছেলে এবং স্থানীয়রা।
advertisement
advertisement
অভিযুক্তদের খুঁটিতে বেধে রেখে তাদের উত্তমমধ্যম দেওয়া হয় বলে অভিযোগ। খবর যায় মালবাজার পুলিশের কাছে, খবর পাওয়া মাত্রই মালবাজার থানায় পুলিশ এসে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে ওই দুজনের নাম বাসুদেব সরকার এবং পুতুল সাহানি। তারা আগেও এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 9:38 PM IST