Tripura CM Manik Saha: পাখির চোখ লোকসভা! তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপির জয়েই আশাবাদী

Last Updated:

Tripura CM Manik Saha: ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলিতে কিভাবে দ্রুত উন্নয়ন হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই প্রসঙ্গে ত্রিপুরায় দ্রুত বিকাশের উদাহরণও উল্লেখ করেন তিনি।

মালদহ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা দুদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মসূচি সহ দলের প্রার্থীদের সমর্থনে আয়োজিত বিভিন্ন প্রচার কর্মসূচিতে হেভিওয়েট তারকা প্রচারক হিসেবে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দু’দিনের ঝটিকা প্রচারে নেমে ত্রিপুরার কমিউনিস্ট জমানা এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জমানার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।  মালদহ বিভাগের চারটি লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৈঠকে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন যে, “আমার দৃঢ় বিশ্বাস এই চার কেন্দ্রেই সকল বাধা পেরিয়ে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবেন।”
ডাঃ সাহা জানান, পার্টির নির্দেশে প্রচার কর্মসূচিতে অংশ নিতে এখানে আসা। দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের বিশ্বাস রয়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এখন বিকাশের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে। উন্নয়নের জন্য গ্যারান্টি দিচ্ছেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সার্বিক উন্নয়নেও বিশেষ অগ্রাধিকার দিয়েছেন তিনি।” আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও তার সহযোগী দলগুলি চারশোর অধিক আসন নিয়ে ফের একবার দেশের ক্ষমতায় আসবে বলেও অভিমত ব্যক্ত করেন ডাঃ সাহা।
advertisement
ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলিতে কিভাবে দ্রুত উন্নয়ন হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই প্রসঙ্গে ত্রিপুরায় দ্রুত বিকাশের উদাহরণও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কী ভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের কল্যাণে বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে অবগত করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পরিশ্রুত পানীয় জল, আয়ুষ্মান কার্ড, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ, জাতীয় সড়ক উন্নয়ন, রেল যোগাযোগ উন্নয়ন ইত্যাদি বিষয় তুলে ধরেন। এর মধ্যে ত্রিপুরার বিজেপি নেতৃত্বাধীন সরকারের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক ভাতা দ্বিগুণের অধিক বৃদ্ধি করা। বর্তমানে এই প্রকল্পে প্রত্যেক নাগরিককে জনপ্রতি দু’হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার জন্য।”
advertisement
advertisement
পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ সাহা দক্ষিণ মালদহের ষ্টেশন রোড এলাকায়  ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি এবং গৃহ সম্পর্ক অভিযানে অংশগ্রহন করেন। এই দু’টি কার্যক্রমেই স্থানীয় কার্যকর্তাদের ব্যপক উৎসাহ ও উদ্দীপনা প্রত্যক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, আমি নিশ্চিত যে এই এলাকার সব অংশের  জনগন প্রধানমন্ত্রীর প্রতি তাদের আস্থা ব্যক্ত করবেন। সেই সঙ্গে বাংলার গ্রামে গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টির বার্তা পৌঁছে দিতে মহাশিবরাত্রির পূন্যতিথিতে মালদার গয়েশপুর এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন ডাঃ সাহা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tripura CM Manik Saha: পাখির চোখ লোকসভা! তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিজেপির জয়েই আশাবাদী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement