বিজেপিকে ভোট থেকে বিধায়ককে বেঁধে রাখার হুঁশিয়ারি! ত্রাণ বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রভাবশালী নেতা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Trinamool Congress: স্থানীয় গ্রামবাসীরা এতটাই ক্ষিপ্ত, বিধায়ক এলাকায় এলে বেঁধে রাখার মতো হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি ত্রান না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসী আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার মতো হুঁশিয়ারিও দিয়েছেন।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ ত্রাণ বিলি করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা। আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়ায় বন্যার ত্রাণ দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। ত্রাণের বদলে কর্মসংস্থানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গ্রামবাসীদের অভিযোগ, গতকাল গ্রামের উত্তর দিক নতুনপাড়ায় ত্রাণ দেওয়া হলেও দক্ষিণ দিক নতুনপাড়ায় ত্রাণ দিতে কেউ আসেননি। প্রশাসন এবং স্থানীয় প্রধান কেউই ত্রাণ দেননি বলে অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা এতটাই ক্ষিপ্ত, বিধায়ক এলাকায় এলে বেঁধে রাখার মতো হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি ত্রাণ না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসী আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার মতো হুঁশিয়ারিও দিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ জেলা হাসপাতালে বন্ধ ময়নাতদন্ত! ছুটতে হচ্ছে ভিনজেলায়, অস্বাভাবিক মৃত্যুতে নাজেহাল মৃতের পরিবার
বুধবার আলিপুরদুয়ারের শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নতুনপাড়ায় ত্রাণ বন্টন করতে যান জেলা পরিষদের সভাধিপতি মনোরঞ্জন দে। তাঁকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বন্যা বিধস্ত দুর্গত পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, শালকুমারের ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০০-র বেশি বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ২০০-এর উপর মানুষ। এছাড়াও ধান, পাট জমির ফসলেরও ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
এমনকি গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স প্রবেশ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও দ্রুত আরও ত্রাণ দেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এদিন মনোরঞ্জনবাবু ৪০০ জন গ্রামবাসীর হাতে চাল, ডাল, তেল নুন তুলে দেন। ত্রাণ পেয়ে গ্রামবাসীরা আপ্লুত বলে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 08, 2025 8:29 PM IST