বাড়ি ফিরছিলেন মহিলা... চা-বাগানের কাছেই মদ্যপ যুবকদের হেনস্থার শিকার, বারবার নিগ্রহ!

Last Updated:

নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় স্থানীয়রা। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

News18
News18
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: চা বাগানে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় ঘটনা ঘিরে চাঞ্চল্য। অভিযোগ পেয়েই তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ধৃতরা নির্যাতিতার প্রতিবেশী বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাস্তায় একা পেয়ে দুই অভিযুক্ত মদ্যপ অবস্থায় মহিলাকে একাধিকবার ধর্ষণ করে। সোমবার রাতে মহিলা চা বাগানের রাস্তা দিয়ে কাজ সেরে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় স্থানীয়রা। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
advertisement
advertisement
সম্প্রতি ২৬ বছর বয়সী মহিলাকে অ‍্যামুল‍্যান্সেই ধর্ষণের অভিযোগ ওঠে। বিহারের গয়া জেলায় হোম গার্ড নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন নির্যাতিতা। শারীরিক পরীক্ষার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। অভিযোগ, অচৈতন‍্য অবস্থাতেই অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথেই গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৪ জুলাই ঘটেছে এই নৃশংস ঘটনা। বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে বুদ্ধ গয়ায় হোম গার্ড নিয়োগের কার্যক্রম চলছিল। জানা গিয়েছে, শারীরিক সক্ষমতা (physical endurance test) পরীক্ষার সময়ই অজ্ঞান হয়ে যান তরুণী।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাড়ি ফিরছিলেন মহিলা... চা-বাগানের কাছেই মদ্যপ যুবকদের হেনস্থার শিকার, বারবার নিগ্রহ!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement